Rishi Sunak: দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি
দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। বৃষ্টি ভেজা দিল্লীর সকালে পুজো দিয়ে চলে গেলেন রাজঘাটে।
সকালের দিকে দিল্লিতে বৃষ্টি হচ্ছিল। দেখা যায় স্ত্রী অক্ষতার মাথা যাতে না ভেজে, তার জন্য ছাতা ধরে আছেন ঋষি। একই ছাতার তলায় একে অপরের খেয়াল রাখছেন দুজনেই। কেউ যেন ভিজে না যায়। দুজনের প্রেমের রসায়ন নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।
জি২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরুর আগেই স্ত্রীকে নিয়ে মন্দিরে পৌঁছে যান ঋষি। ব্রিটেনের প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য মন্দির চত্বর-সংলগ্ন এলাকা জুড়ে আঁটসাঁট সুরক্ষা বলয় তৈরি করা হয়। ঐতিহ্য মেনে তাঁদের স্বাগত জানানো হয় মন্দিরে। সুনককে স্বামীনারায়ণ অক্ষরধাম ঘুরিয়ে দেখানো হয়।
মন্দিরের ভিতরে গিয়ে প্রার্থনা করেন ঋষি ও অক্ষতা। তাঁরা বিশ্বশান্তি, উন্নতি ও ঐক্যের জন্য প্রার্থনা করেন বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। পুজো দিয়ে সোজা রাজঘাটে পৌঁছে যান ঋষি সুনক। সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান সকল রাষ্ট্রনেতারা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊