বিট কয়েনের নামে অনলাইন অ্যাপে প্রতারণা, গ্রেফতার ১
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
বিট কয়েনের নামে অনলাইন অ্যাপে আর্থিক বিনিয়োগের মাধ্যমে প্রচুর টাকা লাভের প্রলোভন দিয়ে প্রতারণার অভিযোগে বর্ধমান শহরের কালনাগেটের ভদ্রপল্লি থেকে এক যুবককে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম সৌমেন সোম ওরফে রঞ্জু। সৌমেনের বাড়ি শক্তিগড়ের সড্ড্যা গ্রামে হলেও বর্তমানে সে কালনাগেটের ভদ্রপল্লিতে বসবাস করত। সৌমেন মেডিকেল রিপ্রেজেনটেটিভের কাজ করত বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান শহরের খালুইবিলমাঠ এলাকার সুমিত শর্মা নামে এক বাসিন্দা গত ৮ সেপ্টেম্বর এই বিষয়ে একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ শনিবার সন্ধ্যায় সৌমেন সোমকে গ্রেপ্তার করে। এদিন ডিএসপি ট্রাফিক (২) রাকেশ চৌধুরী জানিয়েছেন, শুধু সুমিত শর্মা নয় এই একইভাবে এই অনলাইন অ্যাপের মাধ্যমে আরও অনেকেই প্রতারিত হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যেহেতু গোটা বিষয়টি অনলাইনে হত তাই এই কারবারে অনেকেই যুক্ত আছেন বলে মনে করা হচ্ছে। জানা গেছে, এই অ্যাপে যুক্ত হওয়ার জন্য নেটওয়ার্ক ব্যবসার মতই এজেণ্টরা সদস্য জোগাড় করতেন। এরজন্য তাঁরা সদস্য পিছু প্রায় ১২০০ টাকাও পেতেন।
ডিএসপি জানিয়েছেন, গোটা বিষয়টি সম্পর্কে জানতে ধৃত সৌমেনকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে বর্ধমান আদালতে তোলা হয়েছে। জানা গেছে,সৌমেনকে পাকড়াও করার পর এই কারবারে যুক্ত আরও কয়েকজনের খোঁজ চালায় পুলিশ। কিন্তু কাউকে পাওয়া যায়নি। অপরদিকে, সৌমেন সোম গ্রেপ্তার হওয়ার পর খোদ সড্যা গ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সৌমেন সোম মেডিকেল রিপ্রেজেনটেটিভের কাজের সুবাদে ভাল টাকাই আয় করতেন সৌমেন। তারপরও এই ধরণের প্রতারণার সঙ্গে যুক্ত হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তার সঙ্গে আরও বহুজনের যুক্ত থাকার দাবীও করছেন গ্রামবাসীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊