Teachers Promotion: সুখবর ! এবার শিক্ষকদেরও হবে প্রমোশন, বাড়বে বেতন

Teachers Promotion



রাজ্যের শিক্ষকদের বহুদিনের দাবি এবার মানতে চলেছে রাজ্য সরকার-এমনটাই খবর সামনে আসছে। রাজ্যের শিক্ষকদের দাবী মেনে এবার শিক্ষাক্ষেত্রে প্রোমোশন নীতি (Teachers Promotion) আনতে চলেছে রাজ্য সরকার।

অর্থাৎ , পারফরম্যান্সের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে উচ্চতর পদে যাওয়ার সুযোগ মিলবে এবার। নতুন শিক্ষানীতিতে সহকারী শিক্ষকদের পদোন্নতি বা প্রমোশন (Teachers Promotion) হলে তাঁদের বেতন কাঠামোর পরিবর্তনও হবে। সেক্ষেত্রে বেতন অনেকটাই বাড়বে।

এদিকে যখন রাজ্যে নয়া শিক্ষানীতি কেমন করে কার্যকর করা যায় তা নিয়েই ভাবনাচিন্তা করছে নবান্ন। সেইসময় একই সাথে রাজ্যের স্কুল শিক্ষকদের পদোন্নতির (Teachers Promotion) বিষয় নিয়েও ব্লুপ্রিন্ট তৈরি করেছে শিক্ষা দপ্তর। সূত্রের খবর শিক্ষকদের পদোন্নতির বিষয়টি এখন বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে কবে নাগাদ কার্যকর হতে চলেছে রাজ্যের শিক্ষকদের পদন্নোতির (Teachers Promotion) বিষয়টি তা এখনো জানা যায়নি। তবে অভিজ্ঞ মহলের ধারনা পদোন্নতির সাথে বেতন বৃদ্ধির বিষয়টিও যুক্ত থাকবে। পদোন্নতি হলে বেতনো বৃদ্ধি পাবে শিক্ষকদের। তবে কতটা বেতন বৃদ্ধি পাবে তাও জানা যায়নি এখনো।

প্রসঙ্গত রাজ্যে সরকারি স্কুলে (Govt. School) বহুদিন ধরেই শিক্ষকদের পদোন্নতির পদ্ধতিটি চালু আছে। কেরিয়ার অ্যাডভ্যান্স স্কিম পদ্ধতিতে ওই শিক্ষকদের কর্মজীবনের ৮, ১৬ এবং ২৪ বছরে পদোন্নতি ঘটে থাকে। তরে রাজ্য সরকার অনুমোদিত, পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের পদোন্নতি (Teachers Promotion) এখনো চালু হয়নি। তাই এবার নয়া শিক্ষানীতিতে রাজ্যের পোষিত এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও প্রস্তাব রাখা হয়েছে।