Abhishek Banerjee: আবারো ইডির তলব অভিষেককে

Abhishek Banerjee


ফের অভিষেককে তলব ইডির। এবার তৃণমূলের 'দিল্লী চলো'র দিন ইডি তলব করলো অভিষেক ব্যানার্জীকে (Abhishek Banerjee)।




আগামী ৩ অক্টোবর কলকাতার ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীকে (Abhishek Banerjee)। ওইদিন সকাল সাড়ে ১০টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার নোটিস পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টর (ED)।


উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের বড়সড়় কর্মসূচি আছে। ১০০ দিনের বকেয়া টাকা প্রাপ্তির জন্য দিল্লিতে কৃষিভবন অভিযান করার কথা অভিষেকের নেতৃত্বে। আর ওইদিনই তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর (ED)। X প্ল্যাটফর্মে এই খবর জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজেই।


প্রসঙ্গত শিক্ষক নিয়োগে ধৃত কুন্তল ঘোষের চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ থাকায় কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আদালতের অনুমতিতে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে গত ১৩ তারিখ অভিষেককে সিজিও কমপ্লেক্সে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হন। উল্লেখ্য, ওইদিন INDIA জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ছিল। ওই কমিটির সদস্য হওয়ায় সেখানে উপস্থিত থাকার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ইডির তলবে সাড়া দিয়ে তিনি দিল্লির বৈঠকে যাননি। গিয়েছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।