Durnibar e-Magazine : দুর্নিবার মাসিক ই ম্যাগাজিনের পঞ্চম বার্ষিকী সংখ্যার সূচিপত্র ও প্রচ্ছদ প্রকাশ

Durnibar e-Magazine



দিনহাটা প্রেস ক্লাবে ২৮ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রকাশিত হলো দুর্নিবার মাসিক ই ম্যাগাজিনের পঞ্চম বার্ষিকী সংখ্যার সূচিপত্র ও প্রচ্ছদ ।

২০১৮ সালের ১৩ ই অক্টোবর দিনহাটা কলেজের অডিটোরিয়াম হল থেকে শুরু হয় দুর্নিবারের যাত্রা , তারপর সময়ের সাথে তাল মিলিয়ে সাহিত্যের আঙিনাকে প্রশস্ত করে বহুসংখ্যক লেখককে নিয়ে তারা পৌঁছে গেছে পঞ্চম বর্ষ বার্ষিক সংখ্যা প্রকাশের দোরগোড়ায় । আগামী ১৫ ই অক্টোবর রবিবার বিডিও অফিস অডিটোরিয়াম হল- এ প্রকাশিত হবে তাদের পঞ্চম বার্ষিক সংখ্যা ।

দিনহাটা ,কোচবিহার সহ দেশ- বিদেশের বহু লেখকের লেখায় সমৃদ্ধ হয়েছে তাদের এই বইটি ,এমনকি পঞ্চম বর্ষে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসা ১০ টি ওয়েবজিনের থেকে সেরা ১০ টি বাছাইকৃত লেখাও থাকছে বইটিতে । তবে পঞ্চম বর্ষে চমক সম্পর্কে দুর্নিবারের কর্মকর্তারা জানিয়েছেন -এবারে তাদের বইটিতে থাকছে isbn নাম্বার অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার । যে বইটি বিভিন্ন জায়গার থেকেই পাঠকেরা সংগ্রহ করতে পারবেন ফ্লিপকার্ট , আমাজন ইত্যাদি অনলাইন মাধ্যমগুলো থেকে ।

এছাড়া অনুষ্ঠানের দিনে সাংস্কৃতিক সন্ধ্যায় চারটি বিভাগ (চিত্র/ভাস্কর্য, সাহিত্য , পরিবেশকর্মী , সাংবাদিক/প্রাবন্ধিক ) থেকে থাকছে জীবনস্মৃতি সম্মাননা প্রদান , একটি মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠান ও মনোজ্ঞ আলোচনা চক্র ।

আজ প্রচ্ছদ ও সূচিপত্র প্রকাশের সময় উপস্হিত ছিলেন -পত্রিকার প্রকাশক শুভ্রালোক দাস ,সম্পাদিকা মধুমিতা ঘোষ , সহ সম্পাদক -দিপাঞ্জন দত্ত ,নিকিতা আচার্য্য ,সদস্য- ধৃতিমান দত্ত ,সৌরভ সরকার ,ধৃতিমান চৌধুরী ও কিংশুক রায় ।