রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় খবর, ২৭১৫টি শূন্যপদে নিয়োগ 

job



নিউজ ডেস্ক: চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। এবার রাজ্যে স্পেশ্যাল এডুকেটর (Special Educator) নিয়োগ হতে চলেছে । রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ২৭১৫টি শূন্যপদে স্পেশাল এডুকেটর নিয়োগ করবে রাজ্য সরকার, এমনটাই জানাযাচ্ছে।


সূত্রের খবর ইতিমধ্যে স্পেশাল এডুকেটর নিয়োগ নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতর প্রাথমিক শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের এজলাসে হলফনামা দিয়ে এই নিয়োগের কথা জানিয়েছিল রাজ্য। রাজ্যের স্কুলগুলিতে নিয়োগের অধিকার নিয়ে একটি মামলা করেছিলেন স্পেশাল এডুকেশনে (Special Educator) ডিপ্লোমা/ডিগ্রিধারী চাকরিপ্রার্থীরা।


রাজ্য স্কুল শিক্ষা দফতর জানিয়েছিলো, প্রথম পর্যায়ে রাজ্যের প্রাথমিক স্কুলে ২৭১৫ জন এবং মাধ্যমিক স্কুলে ২৩৮৫ জন স্পেশাল এডুকেটর (Special Educator) নিয়োগ করা হবে। এ ব্যাপারে অর্থ দফতর এবং মন্ত্রিসভার অনুমতিও মিলেছে। তার ভিত্তিতে ইতিমধ্যেই প্রাথমিক স্কুলে ২৭১৫টি পদ সৃষ্টিও করা হয়েছে।

রাজ্যের এই রিপোর্টে আদালত সন্তোষ প্রকাশ করে। রাজ্য যেহেতু ইতিমধ্যে নিয়োগের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করেছে তাই নতুন কোনও নির্দেশ না দিয়েই মামলার নিষ্পত্তি করেন বিচারপতি। শিক্ষা পর্ষদ বোর্ডকে যে নির্দেশ দিয়েছে, তাতে বলা হয়েছে খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া (Special Educator) সম্পন্ন করা হবে।