অবশেষে কাটতে চলেছে জট! শপথ নিচ্ছেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় 


Nirmal Chandra Roy

অবশেষে জট কাটতে চলেছে ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী ড. নির্মল চন্দ্র রায়ের শপথ গ্রহন নিয়ে। ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী হয়েও এখনও শপথ গ্রহন করতে পারেনি ড. নির্মল চন্দ্র রায়। রাজ্যপালের সিদ্ধান্তকে শেষমেশ মেনে নিল পরিষদীয় দফতর। রাজভবনে শপথ গ্রহন নিতে চলেছেন ড. নির্মল চন্দ্র রায়।



জানা যাচ্ছে ইতিমধ্যে ধূপগুড়ির বিধায়ককে চিঠি পাঠানো হয়েছে রাজভবনের তরফে। রাজভবনের চিঠির পাশাপাশি ধূপগুড়ির বিধায়ককে জয়ী তৃণমূল প্রার্থীকে আমন্ত্রণ জানান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়। রাজভবনে শপথ নেবেন নয়া বিধায়ক। শনিবার বিকাল সাড়ে চারটায় হবে শপথ গ্রহন।




বিজেপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে ৪৩৮৩ ভোটে জয়ী হয়ে ধূপগুড়িতে ঘাস ফুল ফুটেয়েছেন ড. নির্মল চন্দ্র রায়। কয়েকদিন থেকেই শপথ গ্রহন অনুষ্ঠান নিয়ে চলছে টালবাহানা। জানা যায়, রাজভবনে শপথ গ্রহন অনুষ্ঠান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন রাজ্যপাল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী একটা চিঠির কপি পাঠালেন সেই চিঠি অনুসারে রাজ্যপালের বক্তব্য হল, রাজভবনের গরিমা বৃদ্ধি করার জন্য এসসি সম্প্রদায়ের যিনি নির্বাচিত জনপ্রতিনিধি, শপথ গ্রহণ করলে পরে সেটা উপযুক্ত জায়গা হবে। কিন্তু অধ্যক্ষের কথায়, বিধানসভায় সবধর্ম, সববর্ণ, সব জাতি মানুষ এখানে শপথ গ্রহণ করেছিলেন।