Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঢাকে কাঠি পড়লেও বোনাস নিয়ে উদ্বেগ বাড়ছে চা বাগান শ্রমিক মহলে

ঢাকে কাঠি পড়লেও বোনাস নিয়ে উদ্বেগ বাড়ছে চা বাগান শ্রমিক মহলে

Tea Garden


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

আর মাত্র কয়েকটি দিন উমা আসছে ইতিমধ্যেই শহরের বড় পুজো (Durga Puja 2023) কমিটি শুরু করেছে প্যান্ডেল নির্মাণের কাজ।এরই মধ্যে জলপাইগুড়ির ডেঙ্গুয়া ঝাড় চা বাগান সহ ডুয়ার্সের কয়েক হাজার চা বাগান শ্রমিকের মনে সৃষ্টি হয়েছে সংশয়। কারন বুধবার পর্যন্ত কাটেনি চা শ্রমিকদের বোনাস জট।আর এতেই হতাশার সুর শোনা গেলো ডেঙ্গুয়া ঝাড় চা বাগানের (Tea Garden) শ্রমিক সুনিতা ওরাও এর গলায়।



বোনাস প্রসঙ্গে সুনিতার দাবী আমরা সাড়া বছর রোদ ঝড় জল বৃষ্টিতে ভিজে চা পাতা তুলেছি নির্ধারিত পরিমাণ মতোই তাহলে আজ কেন বাগান কর্তি পক্ষ ২০ শতাংশ হারে বোনাস না দিয়ে ৮.৩৩ শতাংশ হারে বোনাস দেবার কথা বলছে? এত কম বোনাস দিয়ে কি করে বাচ্চা দের জামা কাপড় কিনবো আর খাবই বা কি?



রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে যখন জলপাইগুড়ি জেলার আপামর মানুষ উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে মাথায় চা পাতার বোঝা নিয়ে ঘামে ভেজা মুখে আরেক চা বাগান শ্রমিক পুক্কলি ওরাও সাফ জানিয়ে দেন আমরা আমাদের কাজ সঠিক ভাবেই করেছি, অথচ বাগান কর্তীপক্ষ এখন আমাদের সামনে লসের অজুহাত তুলে বোনাস কম দিতে চাইছে, আমরা ২০ শতাংশ হারে বোনাস না দিলে কোনো ভাবেই মানবো না।




যদিও চা বাগান শ্রমিকদের (Tea Garden Workers) বোনাস সংক্রান্ত বিষয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার তথা ডুয়ার্স ব্রাঞ্চ অফ ইন্ডিয়ান টি প্লান্টটার্স অ্যাসোসিয়েশন চেয়ারম্যান জীবন চন্দ্র পান্ডে জানান, চা বিক্রি কমে গিয়েছে টি অকশন সেন্টারে, নানান কারণে চা পাতার দাম এবং চাহিদা কমেছে, তবে আমরা আসা করছি এই চা শিল্পের সঙ্গে যুক্ত সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে একটা সুস্থ জায়গায় পৌঁছতে পারবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code