Debangshu Bhattacharya: 'আর কত ভয় পাগল রাজা', ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবাংশুর
নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করেছে ইডি। এদিকে আবার এই দিনেই তৃণমূলের দিল্লীর কর্মসূচির দ্বিতীয় দিন। এদিনেই গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তৃণমূলের। পূর্ব ঘোষিত সেই তারিখেই ইডির তলবের পর থেকে ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল। বেছে বেছে গুরুত্বপূর্ণ দিনগুলিতেই অভিষেককে তলব ইডির, অভিযোগ তৃণমূলের। এর মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলো দেবাংশু ভট্টাচার্য।
ED-র পাঠানো সমনের যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিষেক, সেটির সঙ্গেই ট্যুইটারে (অধুনা X) দেবাংশু লেখেন, 'দৌড়ে এসে ছোট্ট ছেলের/টুটির উপর কামড়ে ধরিস!/আর কত ভয় পাগল রাজা/হাত পা ছুড়ে কান্না করিস?' বেছে বেছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির দিনগুলিতেই অভিষেককে বার বার ডাকা হচ্ছে বলে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছে জোড়াফুল শিবির। সেই আবহে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য। সেই পোস্টেও একই ইঙ্গিত।
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের কর্মসূচির ঘোষনা অনেক আগেই হয়েছে। ২রা অক্টোবর থেকেই শুরু হবে তৃণমূলের কর্মসূচি। কর্মসূচির দ্বিতীয় দিন অর্থাৎ ৩রা অক্টোবর মূল কর্মসূচি, যন্ত্র মন্তরে ধর্না এবং কৃষি ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্দেশে রওনা দেওয়ার কথা। আর সেদিনই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ ও সর্বভারতীয় তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করলো ইডি।
এনিয়ে মুখ খুলেছেন স্বয়ং অভিষেকও। সমনের চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লেখেন, '৩ অক্টোবর দিল্লিতে বাংলার প্রাপ্য টাকার দাবিতে প্রতিবাদ আন্দোলন রয়েছে। আর তার আগে আজ আবারও আমাকে ডেকে পাঠিয়ে সমন পাঠানো হল। এতে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে, ঠিক কারা উদ্বিগ্ন, ভীত এবং সন্ত্রস্ত'।
অভিষেক আরও লেখেন, 'চলতি মাসের গোড়ায়,কাকতালীয় ভাবে দিল্লিতে I.N.D.I.A জোটের গুরুত্বপূর্ণ বৈঠকের দিনই আমাকে ডেকে পাঠানো হয়। বাধ্য নাগরিকের মতোই সেই সমন অনুযায়ী হাজিরা দিই আমি'।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊