Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফুটবল খেলা দেখতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, শোকের ছায়া এলাকাজুড়ে

ফুটবল খেলা দেখতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, শোকের ছায়া এলাকাজুড়ে 

Death


জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: 


ফুটবল খেলা দেখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের শিববাড়ি এলাকার ঘটনা।পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম শংকর হাসদা(৪০)। বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের শিববাড়ি এলাকায়। 



মৃতের পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার শিববাড়ী এলাকায় ফুটবল খেলা দেখতে এসেছিলেন ওই ব্যক্তি। তারপরে আর বাড়ি ফেরেননি ব্যক্তি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ব্যক্তির কোন খোঁজ পাননি।শুক্রবার সকালে শিববাড়ি এলাকায় একটি পুকুরে ব্যক্তির দেহ ভাসতে দেখতে পান এলাকার মানুষজন।খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ব্যক্তির দেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ব্যক্তিকে।



ঘটনার পর ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। কিভাবে ঘটনাটি ঘটলো তা নিয়ে ধন্দে রয়েছে পরিবারের লোকজন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা সহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code