Latest News

6/recent/ticker-posts

Ad Code

তাক লাগিয়েছে অরুনিমা, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নাম উঠলো এই কলেজ ছাত্রীর

তাক লাগিয়েছে অরুনিমা, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নাম উঠলো এই কলেজ ছাত্রীর 

arunima chakraborty



খাবার চালের ও ডালের মধ্যে চন্দ্রযান থ্রি ও দুর্গার প্রতিমার মুখ একে তাক লাগিয়েছে কলেজ ছাত্রী অরুনিমা । মাইক্রো আর্টস এর মাধ্যমে জলপাইগুড়িবাসিকে তাক লাগিয়ে দিয়েছে কলেজ ছাত্রী অরুনিমা চক্রবর্তী ।

অরুনিমার বাড়ি আনন্দ পাড়া এলাকায়। অরুনিমার অভিনব আবিষ্কার চালের মধ্যে চন্দ্রযান থ্রির নিপুন অঙ্কন। এরসাথে ডালের মধ্যে দুর্গা প্রতিমার একটি মুখ তৈরি করেছে অরুনিমা।

অরুনিমা বলেন আমার সব সময় নতুন কিছু করার চিন্তাভাবনা থাকে। যদিও মাইক্রো আর্টের সাথে আমি কয়েক বছর থেকে যুক্ত আছি । তাই এ বছর একটি অভিনব চিন্তা করলাম। চন্দ্রযান থ্রিকে একটি মাইক্রো জিনিসের মধ্যে আর্ট করা যায়। তাই একটি চালের মধ্যে তুলে ধরেছি।

তবে এই ধরনের সুন্দর আর্ট সত্যি তাক লাগিয়েছে জলপাইগুড়িবাসীকে। এছাড়াও সে একটু ডালের মধ্যে দুর্গা প্রতিমার একটি মুখ এঁকেছে ।

অরুনিমার বাবা বলেন মেয়ের অভিনব কাজ করার চিন্তাভাবনা রয়েছে। আমাদের খুব ভালো লাগছে। ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি। তার এই চালের মধ্যে চন্দ্রযান থ্রি আঁকার জন্য ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড এর তরফ থেকে তাকে শীর্ষ সম্মানের শিরোপা দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code