সবথেকে বেশিবার এশিয়া কাপ জয় ভারতের, ফাইনালে ওঠায় সেরা শ্রীলঙ্কা

Asia Cup



ফের একবার এশিয়া সেরা হল ভারত। ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে ভারত ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬ ও ২০১৮ সালে এশিয়া কাপ জিতেছে। এবার ২০২৩-এও জয়ী ভারত। এছাড়া ১৯৯৭, ২০০৪ ও ২০০৮ সালে খেতাবি লড়াইয়ে হেরে রানার্স হয়েছে ভারতীয় দলকে। এর আগে ভারত মোট ৯ বার এশিয়া কাপের ফাইনালে ওঠে। ১৯৮৪-তে লিগ ফর্ম্যাট হওয়ায় এই একবার কোনও ফাইনাল ম্যাচ আয়োজিত হয়নি। ভারত এক নম্বরে থেকে চ্যাম্পিয়ন হয়। উদ্বোধনী মরশুম বাদ দিলে ভারত এই নিয়ে মোট ১০ বার এশিয়া কাপের ফাইনালে ওঠে।



এদিকে, এখনও পর্যন্ত সব থেকে বেশিবার এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। মোট ৬ বার এই আন্তঃমহাদেশীয় টুর্নামেন্টের খেতাব জিতেছে শ্রীলঙ্কা। ওয়ান ডে ও টি-২০ ফর্ম্যাট মিলিয়ে শ্রীলঙ্কা এশিয়া চ্যাম্পিয়ন হয় ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮, ২০১৪ ও ২০২২ সালে। এছাড়া আরও ৫ বার এশিয়া কাপের ফাইনালে উঠে হেরে যায় শ্রীলঙ্কা। ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০০০ ও ২০১০ সালে রানার্স হয় শ্রীলঙ্কা। আর ২০২৩-এও রানার্স ভারত। ১৯৮৪ সালে এশিয়া কাপের কোনও ফাইনাল ম্যাচ আয়োজিত হয়নি। সুতরাং, ১৯৮৪ সাল বাদ দিলে এই নিয়ে মোট ১২ বার এশিয়া কাপের ফাইনালে ওঠে শ্রীলঙ্কা।



তবে ২০২৩-এর এশিয়ান কেতাবি লড়াইয়ে লজ্জার হার হল শ্রীলঙ্কার। মাত্র ৫০ রানে সব উইকেট হারায় শ্রীলঙ্কা। আর মাত্র ৫১ রান বিনা উইকেটে তুলে জয় পায় ভারত। ক্রীড়া প্রেমীদের কথায়, ফাইনাল ম্যাচ হিসেবে যে লড়াই হওয়ার কথা, যে উত্তেজনা হওয়ার তা হল না। এককথায় ফাইনালের মতো ফাইনাল হল না। খুব হালকাভাবেই ভারতকে ট্রফি তুলে দিল শ্রীলঙ্কা। এদিন কার্যত ভারতীয় বোলিং লাইন আপের কাছে ধরাশায়ী হয় শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার।