Abhijit Gangopadhyay: কান্নায় ভেঙ্গে পড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
চোখের জল আটকাতে পারলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতার আরজি কর হাসপাতালে ট্রেন দুর্ঘটনায় আহত এক কলেজ ছাত্রীকে দেখতে হাইকোর্ট থেকে বেড়িয়ে সোজা হাসপাতালে যান বিচারপতি আর সেখানে গিয়ে কেঁদে ফেললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখা করলেন ওই ছাত্রীর পরিবারের সাথেও।
জানা গেছে, সম্প্রতি এক রেল দুর্ঘটনায় দুটি পা-ই হারিয়েছেন ওই কলেজ ছাত্রী। চিকিৎসার জন্য কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এদিন সেই কলেজ ছাত্রীর সাথে দেখা করার পর তার পরিবারের সাথে দেখা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপর মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই ছাত্রীর সম্পর্কে বলতে গিয়েই কেঁদে ফেললেন বিচারপতি।
জানা গেছে, হুগলির চাঁপদানির ছাত্রী। নাম সুনীতা বর্মা। পরীক্ষা দিতে যাচ্ছিলেন ট্রেনে চেপে। আর সেই যাত্রায় পলতা স্টেশনে উঠতে গিয়ে পড়ে গিয়ে আহত হন। কাটা পড়ে তার পা। গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় কোলকাতার আরজিকর হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে ওই ছাত্রীর। ছোটোবেলায় মাকে হারিয়েছেন। কিছু দিন আগেই বাবাকেও হারিয়েছেন ওই ছাত্রী। এখন পা নেই, অসহায় সেই ছাত্রীর করুন অবস্থা দেখে দুঃখ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিন বিচারপতি বলেন, আমরা সবাই এই ছাত্রীর সাথে আছি। চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে, কৃত্রিমভাবে পা লাগানোর ব্যবস্থা করা যায় কিনা তা দেখার জন্য। চিকিৎসকে আবেদন করেছি বিষয়টি ভালো করতে দেখতে। তিনি আরও বলেন, এরাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক। তিনি নিশ্চয় এই বিষয়টি দেখবেন। এমনটাই আশা প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Post a Comment