Anveshi Jain Viral Video: অন্বেষীর যোগার ভাইরাল ভিডিও
২০১৯ সালে মোস্ট গুগলড স্টারের তকমা পেয়েছিলেন তিনি। ওটিটিতে সীমা ভাবি ওরফে অন্বেষী-র সকাকামি চরিত্র বিতর্ক তৈরি করেছিল। হ্যা এই অভিনেত্রী আর কেউ নন, ইন্টারনেট সেনসেশন অন্বেষী জৈন (Anveshi Jain Video)।
অভিনয়ে পা রাখেন একতা কাপুরের ওয়েব সিরিজ ‘গন্দি বাত ২’ দিয়ে। জন্ম মধ্যপ্রদেশের খাজুরাহে (Anveshi Jain Video)। সেখানেই বড় হয়ে ওঠা। নিজের চেষ্টাতেই বলিউডে জায়গা করে নিয়েছেন। উষ্ণ দৃশ্যে মন জয় করেছেন দর্শদকেরও (Anveshi Jain Video)।
প্রতি ১০ জনের মধ্যে সাত জন তাঁর নাম (Anveshi Jain Video) সার্চ করে থাকেন। এতটাই জনপ্রিয়তা। অভিনয়ের পাশাপাশি নিজস্ব ডেটিং সাইটও রয়েছে অন্বেষীর (Anveshi Jain Video)।
গন্দিবাত ফেম অন্বেষী জৈন তাঁর বোল্ড অবতারের (Anveshi Jain - Sexy Bold Look) জন্য অত্যন্ত পরিচিত ৷ বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের ডেটিং এক্সপার্ট হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন অন্বেষী।
সম্প্রতি যোগার এক ভিডিও ভাইরাল হয়েছে অন্বেষীর (Anveshi Viral Video) । কালো রঙের যোগার পোশাক পরে যোগা করতে দেখা যায় থাকে। যোগার এই ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে যায়। আসুন দেখা যাক সেই ভাইরাল যোগার ভিডিও (Viral Yoga Video)।
0 মন্তব্যসমূহ
thanks