West Bengal State Song: বাংলার রাজ্য সঙ্গীত আনতে চলেছে রাজ্য সরকার! 

Nabanna


ছত্তীসগঢ়, গুজরাট, কর্নাটক, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, তামিলনাড়ু, পুদুচেরি, উত্তরাখণ্ডের মতো এবার বাংলারও নিজস্ব সঙ্গীত আনার কথা ভাবছে রাজ্য সরকার। বাংলার আমজনতার আত্মিক সম্পর্ক প্রকাশিত হবে এমন কোনও গানকেই রাজ্য সঙ্গীত হিসেবে বিবেচনা করা হবে বলে ভাবনা চিন্তা চলছে।



বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, ‘বিভিন্ন রাজ্যের জন্য রাজ্য সঙ্গীত রয়েছে। পশ্চিমবঙ্গে কোনও রাজ্যের সঙ্গীত নেই। একটি জাতীয় সঙ্গীত গোটা ভারতের জন্য প্রযোজ্য। কিন্তু অন্যান্য রাজ্যে তাঁদের নিজস্ব সঙ্গীত রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য যদি একটি নির্দিষ্ট সঙ্গীত হয়, সেটা মনে হয় ভালই হবে।’



আমাদের দেশের জাতীয় সঙ্গীত জন গণ মন। জাতীয় সঙ্গীতের মতোই একটা গান রাজ্যের সঙ্গীত করা হবে। মূলত স্থানীয় মানুষজনের সঙ্গে আত্মিক টান রয়েছে এমন কোনো সঙ্গীত করা হবে রাজ্য সঙ্গীত। উল্লেখ্য ইতিমধ্যে 'পশ্চিমবঙ্গ দিবস নির্বাচন কমিটি ' ১লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস পালনের সুপারিশ করেছে।