মহিলা অত্যাচারের ঘটনায় দেশের শীর্ষ আদালতে যাবার হুমকি CPIM-র
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
বর্ধমানের মির্জাপুরে এক মহিলার ওপর অত্যাচারের ঘটনায় এবার দেশের সর্বোচ্চ আদালতে যাবার হুমকি দিল সিপিএমের মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখা।
সোমবার বর্ধমান কার্জন গেটে এই মহিলা সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়। মহিলার সমিতির জেলা সম্পাদক সুপর্ণা ব্যানার্জ্জী জানিয়েছেন, মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা ক্রমশই বাড়ছে। গোটা পূর্ব বর্ধমান জেলায় সাম্প্রতিক কালে ৬টি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। মহিলাদের ধর্ষণ করার পর খুন করা হয়েছে। এরই মাঝে সবথেকে বীভত্স্য অত্যাচার চালানো হয়েছে বর্ধমানের দেওয়ান দিঘী থানার মীর্জাপুরে। ছেলের সামনে মা-কে বিবস্ত্র করে অত্যাচার করা হয়েছে। মায়ের সামনে ছেলেকে বিবস্ত্র করে মারা হয়েছে।
তিনি জানিয়েছেন, তাঁরা এর শেষ দেখে ছাড়বেন। তৃণমূল জঙ্গলরাজ প্রতিষ্ঠা করেছে। প্রয়োজনে তাঁরা দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত যাবেন ওই মহিলাকে সুবিচার দিতে। তিনি জানিয়েছেন, তাঁরা জানেন, ওই মহিলা এখানে সুবিচার পাবেন না। তাই তাঁরা সবরকমের প্রস্তুতি নিয়েছেন। তাঁরা এব্যাপারে বৃহত্তর আন্দোলনে নামছেন।
উল্লেখ্য, মীর্জাপুরের ওই মহিলা অভিযোগ করেছেন, তাঁরই প্রতিবেশী তৃণমূলের এক নেতা তাঁর ওপর পাশবিক অত্যাচার চালিয়েছে এবং আবার চালাবার হুমকি দিচ্ছে। এমনকি তিনি অভিযোগ করেছেন, পুলিশকে জানালে পুলিশ বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাবার পরামর্শ দিয়েছে।
এব্যাপারে এদিন সুপর্ণাদেবী জানিয়েছেন, রাজ্যে নামেই রয়েছে মহিলা কমিশন। এত ঘটনা ঘটছে তাদের কোথাও দেখা যাচ্ছেনা। রাজ্যে মহিলারা নিরাপদ নয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊