পথের দাবীতে পথে বসে বিক্ষোভে পড়ুয়া
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
কোনো স্কুল বা কলেজের রাস্তা না।খোদ গ্ৰামের বড়ো চওড়া বেহাল রাস্তা সংস্কারের দাবীতে আজ পূর্ব বর্ধমানের রায়না বুলচন্দ্র পুর বাজার থেকে হাসপাতাল মোর পর্যন্ত রাস্তা সংস্কারের দাবীতে রাস্তায় বসে বিক্ষোভ দেখালো স্থানীয় স্কুল পড়ুয়ারা।
দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পরে আছে এই গুরুত্বপূর্ন রাস্তাটি। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজের পড়ুয়া সহ গ্ৰামের হাজার হাজার মানুষ কাজে কর্মে যাওয়া আসা করেন, যাওয়া আসা হয় দশ, বারো চাকা লড়ি।রাস্তার মধ্যে বড়ো বড়ো গর্ত যা রাতের অন্ধকারে এবং বর্ষার জল জমে থাকায় গর্ত বুঝতে না পেরে প্রতিদিনি দূর্ঘটনা ঘটে।পি ডব্লিউ ডি, জেলা পরিষদ সহ বহু জায়গায় জানানো সত্ত্বেও এই বেহাল রাস্তার সংস্কার না হওয়ায় অবশেষে আজ বেহাল রাস্তা সংস্কারের দাবীতে রাস্তায় বসে বিক্ষোভ দেখান স্কুল পড়ুয়ারা।
স্থানীয় বাসিন্দা শনথ কুণ্ড বলেন এই বেহাল রাস্তা সংস্কারের দাবীতে ইতিমধ্যে পি ডব্লিউ ডি, জেলা পরিষদ সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হয়েছে তাতে ও কোনো কাজ হয়নি। তিনি বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন স্থানীয় রাইস মিল গুলোর দশ চাকা বারো চাকা এমনকি সোলো আঠারো চাকার ধানচাল বোঝাই লড়ি যাওয়া আসা করে।এই বড় বড় লড়ি যাওয়া আসার কারনেই এই রাস্তার বেহাল দশা বলে তিনি বলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊