West Bengal Government Holiday list 2023: আগস্ট মাসে অনেকগুলি ছুটি পেতে চলেছে সরকারী কর্মচারীরা 

West Bengal Government Holiday list 2023



পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা দীর্ঘদিনের বকেয়া ডিএর দাবীতে আন্দোলন করলেও ডিএ এখনো মেলেনি, তবে ছুটির তালিকায় বৃদ্ধি ঘটেছে। আগস্ট মাসে বেশ কয়েকটি ছুটি (Government holiday List) রয়েছে রাজ্যের সরকারী কর্মচারীদের।


কাজের চাপে এই ছুটি একটু আলাদাই স্ফূর্তি ঘটায় কর্মচারীদের। সাংসারিক অনেক কাজও সেড়ে ফেলা যায় এই অতিরিক্ত ছুটির দিনগুলিতে। তাই রাজ্যের সরকারী কর্মচারীদের ছুটির তালিকার দিকে নজর থাকে।

(ads1)

আগে থেকে জেনেনিতে পারলে সরকারী ছুটির তালিকা (Holiday list) অনুসারে নিজেদের ব্যক্তিগত কর্মসূচীও তৈরি করে নেওয়া সহজ হয়। তাই সরকারী কর্মচারীদের জন্য আগস্ট মাসের ছুটির তালিকা দেওয়া হলো। দেখুন আপনার কাজে লাগে কিনা ।




এবার আগস্ট মাসের সাধারণত রবিবার সাপ্তাহিক ছুটি (Weekly Holiday) ছাড়াও আরো কয়েকটি অতিরিক্ত ছুটি পাওয়া যাচ্ছে। আর স্কুলগুলিতে এই অতিরিক্ত ছুটি পাওয়ার ফলে শিক্ষক শিক্ষিকাদের সাথে ছাত্র ছাত্রীরাও স্বাভাবিকভাবেই একটু আনন্দিত।

(ads2)

এবার আগস্ট মাসে দেখা যাচ্ছে, ৬, ১৩, ২০, ২৭ এই ৪টি তারিখ রবিবার পড়ায় স্বাভাবিকভাবেই সাপ্তাহিক ছুটি রয়েছে। এর মধ্যে যোগ হয়েছে আরো কয়েকটি অতিরিক্ত ছুটি। সেই ছুটিগুলো (School Holiday list August 2023) কোন কোন দিন, একটু দেখে নেওয়া যাক।




১৫ ই আগস্ট, স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে স্কুলগুলিতে পালনীয় হলেও পঠন পাঠন বন্ধের কারনে, স্বাভাবিকভাবেই ছুটি থাকবে। ছাত্র-ছাত্রীদের জাতীয় পতাকা উত্তোলন সহ অনুষ্ঠানের জন্য উপস্থিত হতে হবে। অনুষ্ঠান পালনের পরেই ছুটি (Holiday list) হয়ে যাবে বিদ্যালয়গুলি।


১৮ ই আগস্ট, ৩২ শ্রাবণ রয়েছে মনসা পূজা। অনেক বিদ্যালয়েই লোকাল হলিডে হিসাবে ছুটি রাখা হয় বিদ্যালয় । যে সমস্ত এলাকায় মনসা দেবীর পূজা অনুষ্ঠান হয়ে থাকে সেখানে লোকাল হলিডে (West Bengal Government Holiday list 2023) পালন করা হয় এই দিন।


২০ আগস্ট, গণেশ চতুর্থী। তবে যেহেতু গণেশ চতুর্থীর দিন রবিবার, তাই সোমবার ছুটি অতিরিক্ত দেওয়া হচ্ছে।


২৯ আগস্ট, ওনাম উৎসব। এটি মালায়ালাম সম্প্রদায়ের জন্য ।


৩০ আগস্ট, রাখি বন্ধন। এই দিন রাজ্যজুড়ে ছুটি থাকছে। ছুটি (West Bengal Government Holiday list 2023) থাকবে বিদ্যালয়গুলিও। যদিও এর আগে এই দিনটি বিদ্যালয়ে পালনীয় ছিলো।