Weather News : কেমন থাকবে আজকের আবহাওয়া, জানুন আবহাওয়ার খবর



Weather News
নিজস্ব ছবি, সংবাদ একলব্য 



বুধবার দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার পর্যন্ত হালকা থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্যকরা গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে অস্বস্তি কমবে না এখনই। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে।

(ads1)

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া (Weather News) দপ্তর সূত্রে খবর, আজ থেকে আগামী ২৩ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। আসুন জেনেনেই উত্তরের জেলাগুলির আবহাওয়ার খবর (Weather News) ।

Weather News
নিজস্ব ছবি, সংবাদ একলব্য 


কোচবিহার- আগামী ১৯ ও ২০ অগাস্ট মাঝারি বৃষ্টি, এবং ২১ থেকে ২৩ অগাস্ট অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

Weather News
নিজস্ব ছবি, সংবাদ একলব্য 


আলিপুরদুয়ার - আগামী ১৯ ও ২১ থেকে ২৩ অগাস্ট অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এবং ২০ অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

(ads2)

জলপাইগুড়ি- আগামী ১৯ ও ২১ থেকে ২৩ অগাস্ট অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এবং ২০ অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

Weather News
নিজস্ব ছবি, সংবাদ একলব্য 


উত্তর দিনাজপুর - আগামী ১৯ থেকে ২২ অগাস্ট মাঝারি বৃষ্টি, এবং ২৩ অগাস্ট অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।