Cabinet passed the bill to legalize the use of marijuana

marijuana



এ আইনটি সংসদে পাস হলে, আইন অনুযায়ী প্রাপ্তবয়স্করা ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা (marijuana) নিজেদের কাছে রাখতে পারবে । শুধু তাই নয় একই সাথে আইনটি সংসদে পাস হলে এখন থেকে সর্বোচ্চ তিনটি গাঁজার (marijuana) গাছ লাগাতে পারবে।


(ads1)

গাঁজার (marijuana) বিনোদনমূলক ব্যবহার ও গাঁজা চাষ বৈধ করার জন্য বুধবার (১৬ আগস্ট) একটি বিতর্কিত বিল পাস করেছে জার্মানির মন্ত্রিসভা। বিলটি আইন হিসেবে পাস হলে এটিই হবে ইউরোপের মধ্যে গাঁজার বিষয়ে সবচেয়ে উদার আইন যা সারাবিশ্বে একই ধরনের ট্রেন্ড তৈরির ক্ষেত্রে গতিপ্রদান করতে পারে।




এ আইনটি সংসদে পাস হলে, আইন অনুযায়ী প্রাপ্তবয়স্করা ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা (marijuana) নিজেদের কাছে রাখতে পারবে এবং সর্বোচ্চ তিনটি গাছ লাগাতে পারবে; কিংবা অলাভজনক 'ক্যানাবিস ক্লাব' বা গাঁজা ক্লাবের অংশ হিসেবে গাঁজা সংগ্রহ করতে পারবে।




চ্যান্সেলর ওলাফ শলৎসের মধ্যবামপন্থী সরকার আশা করছে যে, এই আইন পাশ হলে তা কালোবাজারিদের দৌরাত্ম্য কমিয়ে আনবে এবং দূষিত গাঁজা (marijuana) সেবন থেকে ভোক্তাদের সুরক্ষা দেবে এবং এই মাদক সম্পর্কিত অপরাধ কমিয়ে আনবে।

(ads2)


এ পরিকল্পনার প্রধান একটি উদ্দেশ্য হলো গাঁজা (marijuana) ব্যবহার সম্পর্কে যে ট্যাবু রয়েছে সমাজে তা দূর করা। একইসঙ্গে এটি মাত্রাতিরিক্ত গাঁজা সেবনের ঝুঁকি সম্পর্কে জনসাধারণতে সচেতন করতে একটি ক্যাম্পেইন হিসেবেও ব্যবহৃত হবে- যা আসলে গাঁজা গ্রহণের মাত্রা কমিয়ে আনবে বলে জানান জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লটারবাখ।




জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লটারবাখ আরও বলেন, যদি আইনে পরিবর্তন না এনে এ ধরনের ক্যাম্পেইন চালানো হতো তাহলে তা অত বেশি লোকের দৃষ্টি আকর্ষণ করতো না।




এদিকে জার্মানির রক্ষণশীল নীতিনির্ধারকরা নতুন এ আইনের তীব্র বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য যে, নতুন আইন পাস হলে এটি তরুণদের গাঁজা (marijuana) সেবনে আরও উদ্বুদ্ধ করে তুলবে এবং কর্তৃপক্ষের কাজ আরও বাড়িয়ে দিবে।