Latest News

6/recent/ticker-posts

Ad Code

Plane Crash: ব্যস্ত হাইওয়েতে ভেঙে পড়লো বিমান, অগ্নিস্ফুলিঙ্গ-ধোঁয়ায় ঢাকলো চারিদিক, মৃত ১০

ব্যস্ত হাইওয়েতে ভেঙে পড়লো বিমান, অগ্নিস্ফুলিঙ্গ-ধোঁয়ায় ঢাকলো চারিদিক, মৃত ১০  

plane crash


হাইওয়েতে ভেঙে পড়লো বিমান। বিমান আছড়ে পড়তেই বিরাট অগ্নিস্ফুলিঙ্গ। নিমেষে প্রাণ হারালো অনেকেই। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার সেলাঙ্গরের হাইওয়েতে। প্রতিদিনের মতো ব্যস্ত হাইওয়েতে হঠাৎ আছড়ে পড়ে বিমান। ঘটনায় বিভীষিকাময় ভিডিয়ো উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। যা নিমেষেই ভাইরাল নেট দুনিয়ায়। খবর অনুসারে ১০ জনের মৃত্যু হয়েছে।



মালয়েশিয়ার লাংকোয়াই দ্বীপ থেকে আকাশপথে ২ ক্রিউ সহ মোট ৬ জন নিয়ে বিচক্রাফ্ট মডেল ৩৯০ বিমানটি যাচ্ছিল সুলতান আবদুল আজিজ শাহ বিমানবন্দরের দিকে। সেই সময়েই মালয়েশিয়ার সেলাঙ্গরের হাইওয়েতে ভেঙে পড়ে বিমানটি। বিমানটি হাইওয়েতে আছড়ে পড়তেই ব্যাপক বিস্ফোরণ ঘটে। বিরাট আকারের অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায়। পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।



মালয়েশিয়ার বায়ুসেনার প্রাক্তন এক অফিসার মহম্মদ হাশিম ঘটনার পরই সেখানে ছুটে যান। তিনি বলছেন, ‘ঘটনার পর আমি সেখানে গিয়েছিলাম। বিমানের ধ্বংসাবশেষ পড়েছিল। আমি মানুষের দেহও অগ্নিদগ্ধ হয়ে পড়ে থাকতে দেখেছি। আমি কিছু করতে পারিনি।’



মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বিমানটি এত জোরে এসে ধাক্কা খায়, যে তা আশপাশের বাড়িগুলিকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। তীব্র কম্পনে কেঁপে ওঠে আশপাশের বাড়িগুলি। গোটা ঘটনায় শোকের ছায়া মালয়েশিয়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code