WBP Recruitment: রাজ্য পুলিশ নিয়োগ নিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিল WBPRB


WBP Recruitment


West Bengal Police Recruitment Board সম্প্রতি জেল পুলিশ নিয়োগে আবেদন গ্রহন শুরু করেছে। এবার জেল পুলিশ নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল পুলিশ সার্ভিস কমিশন। পুলিশ সার্ভিস জেল পুলিশ নিয়োগে পরীক্ষার ফি বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।



নতুন নোটিশ প্রকাশ করে কমিশন জানিয়েছে যে SC/ST প্রার্থীরা বাদে যারা জেল পুলিশের ফর্ম ফিলাপ করেছে তাঁদের প্রত্যেককে 220 টাকা পরীক্ষার ফি পেমেন্ট করতে হবে । যারা ইতিমধ্যে 170 টাকা পেমেন্ট করেছে তাদের Editing windo period তে গিয়ে আরো 50 টাকা পেমেন্ট করতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 04.09.2023 তারিখের মধ্যে এই পেমেন্ট করতে হবে আবেদনকারীদের। পেমেন্ট না করলে আবেদন বাতিল হবে।



৬ই আগস্ট থেকে শুরু হয়েছে জেল পুলিশে আবেদন গ্রহন। West Bengal Police Recruitment Board বিজ্ঞপ্তি জারি করে জেল পুলিশ নিয়োগে আবেদন করার আহ্বান জানিয়েছিল। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২৬শে আগস্ট পর্যন্ত চলবে আবেদন গ্রহন। প্রাথমিক ভাবে পরীক্ষার ফি ছিল ১৭০ টাকা। কিন্তু বোর্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এবার আরও ৫০ টাকা ফি জমা করতে বলায় ফি হয়ে গেল ২২০ টাকা।