Breaking: বড় খবর! প্রকাশিত হতে চলেছে উচ্চ প্রাথমিকের প্যানেল, কবে? 


Upper Primary


upper primary merit list

বড় খবর! প্রকাশিত হতে চলেছে উচ্চ প্রাথমিকের প্যানেল। ২২ই আগস্ট বা ২৩শে আগস্ট প্রকাশ হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকে নিয়োগের প্যানেল। এমনটাই সূত্রের খবর। তবে আর একটি সূত্র জানাচ্ছে বুধবার সন্ধ্যায় প্রকাশিত হবে প্যানেল।



প্রসঙ্গত, বহুদিন যাবৎ উচ্চ প্রাথমিকে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা প্যানেল প্রকাশের অপেক্ষা করছে। অবশেষে সেই প্যানেল প্রকাশিত হলে কিছুটা হলেও স্বস্তি পাবে প্রার্থীরা। upper primary merit list


উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন আরও অনেকেই। উচ্চ আদালতের নির্দেশে দুর্নীতি কাণ্ডে চলছে সিবিআই তদন্ত। এদিকে দীর্ঘদিন যাবৎ ঠিক মতো হচ্ছে না শিক্ষক নিয়োগ। ফলে এক প্রকার চিন্তায় দিন কাটছে রাজ্যের শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের। এই পরিস্থিতিতে উচ্চ প্রাথমিকে প্যানেল প্রকাশ upper primary merit list হলে আগামীদিনে শিক্ষক নিয়োগে গতি বাড়াবে বোর্ড ও সরকার এমনটাই আশা রাখছে প্রার্থীরা। upper primary merit list