Online Student Portal: উচ্চ মাধ্যমিকের হারিয়ে যাওয়া কাগজ বা তথ্য সংশোধন নিয়ে বড় সিদ্ধান্ত কাউন্সিলের 

WBCHSE
Online Student Portal launch by WBCHSE 


বড় পদক্ষেপ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এখন থেকে যদি আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড ও মার্কশিট যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আর সেগুলো পেতে আপনাকে আর অফলাইনে অফিসে গিয়ে আবেদন করতে হবে না এখন থেকে অনলাইনেই করা যাবে আবেদন।

(ads1)

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) আগামী ১লা সেপ্টেম্বর ২০২৩ Online Student Portal নামে একটি ওয়েবসাইট লঞ্চ করতে চলেছে। সেই পোর্টালের মাধ্যমেই আপনি সহজেই আপনার হারিয়ে যাও কাগজপত্রের জন্য যেমন আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার কাগজপত্রের ত্রুটি সংশোধনের আবেদন করতে পারবেন।

(ads2)

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১লা সেপ্টেম্বর ২০২৩ সংসদ একটি পোর্টাল Online Student Portal লঞ্চ করতে চলেছে। এই পোর্টালে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, ডুপ্লিকেট সার্টিফিকেট, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট মাইগ্রেশনের জন্য আবেদন করা যাবে। পাশাপাশি ভুল সংশোধনের জন্যও করা যাবে আবেদন।