Latest News

6/recent/ticker-posts

Ad Code

US President Joe Biden: ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

US President Joe Biden: ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

Joe Biden


ভারত সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। আগামী ৭-১০ই সেপ্টেম্বর ভারত সফর করবেন তিনি। G20 সম্মেলনে (G20 Summit) যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট।



জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সমাজিক প্রভাব কমানো, দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব ব্যাঙ্কের মতো বহুমাত্রিক ব্যাঙ্কের ক্ষমতা বাড়ানো-সহ বিভিন্ন বিষয় নিয়ে G20-র অন্তর্ভুক্ত দেশগুলির সাথে আলোচনা করতে G20 সম্মেলনে যোগ দিতেই ভারতে আসছেন বাইডেন।



দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোলান্ড লু-ও জি২০ উপলক্ষে বাইডেনের ভারত-সফর নিয়ে জানান, "ভারত-আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে এটা একটা বড় বছর হতে চলেছে। জি-২০ সম্মেলনের আয়োজক দেশ ভারত এবং আমেরিকা আয়োজন করছে APEC, অন্যদিকে জাপান G7। আমাদের অনেক QUAD সদস্যই রয়েছে যারা নেতৃত্ব দিচ্ছে এবং এর ফলে দেশগুলি সব এক জায়গায় আসবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code