২৪০০০ শিক্ষক, ৮০০০ পুলিশ সহ ১০ লক্ষ চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 

Recruitment announcement


বড় খবর! খুব শীঘ্রই শিক্ষক নিয়োগে ২৪০০০ শূন্যপদ পূরণ করতে চলেছে রাজ্য সরকার। আগামী তিন মাসের মধ্যে ৮০০০ নিয়োগ হবে পুলিশে। পাশাপাশি আগামী ২-৩ বছরের মধ্যে এমএসএমই-তে ১০ লক্ষ চাকরি দেওয়া হবে। আজ কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । শুধু তাই নয় এই মঞ্চ থেকে আরও একাধিক ঘোষনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।



এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেন, আগামী ২-৩ বছরের মধ্যে MSME তে দশ লক্ষ ছেলে মেয়ের চাকরি দিচ্ছি। কেউ বাইরে যাবেন। এখানে প্রচুর কাজ। দশ লক্ষ চাকরি দেওয়া কোনো ব্যাপার নয়। ইন্ডাস্ট্রিতে চাকরি হবে। শিক্ষকে ২৪০০০ শূন্যপদ খালি আছে। এখনি হয়। কিন্তু কেউ না কেউ কেস করে দিচ্ছি।



তিনি (Mamata Banerjee) বলেন, “নিয়োগ নিয়ে কেউ না কেউ কোর্টে কেস করে দিচ্ছে আর নিয়োগ আটকে দিচ্ছে! আপনারা প্রয়োজন পরলে আবেদন করুন ,স্যার চাকরিটা তো আমরা পাবো!, আপনারা বলে দিন না কোন পদ্ধতিতে নিতে হবে, দরকার পরলে জাজের আণ্ডারে কমিটি হোক তাতে আমার কোনও আপত্তি নেই, তাতে চাকরি গুলো তো হবে!”



পাশাপাশি এদিন তিনি (Mamata Banerjee) আরও জানান আগামী তিনমাসের মধ্যে পুলিশে ৮০০০ নিয়োগ করা হবে। তিনি বলেন, ২৪,০০০ এডুকেটেড ছেলে মেয়ে তো এখুনি চাকরি পেয়ে যায়! যেটা আমার শূন্য পদ আছে! তাঁরা এখুনি চাকরি পেয়ে যায়! এর সঙ্গে পুলিশে ৩ মাসের মধ্যে আরও ৮০০০ নিয়োগ কথা !