চলছে কাজ, বাতিল একাধিক ট্রেন, চরম সমস্যায় যাত্রীরা 

Train Cancel


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:- 


রামপুরহাট-চাতরা রুটে তৃতীয় লাইনের কাজ চলার কারনে বাতিল করা হচ্ছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন।আর এই ট্রেন বাতিলের কারনে চরম সমস্যায় পড়ছে ট্রেন যাত্রীরা।



রেল সূত্রে খবর গত ১৮ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাট-চাতরা লাইনে ২৩ কিলোমিটার রেল পথ নির্মাণের কাজ চলবে। আর এই কাজ চলার কারনে হাওড়া রামপুরহাট রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।



প্রতিদিন দশ জোড়া দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেন অন্য রুট দিয়েও চালান হবে। একই সঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হবে। 



তিনি আরও জানান, দূরপাল্লার ট্রেনের পাশাপাশি ওই সময়ে অনেক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এক্ষেত্রে নিত্য যাত্রীদের সুবিধার জন্য আজিমগঞ্জ এবং রামপুরহাট স্টেশনের মধ্যে বিভিন্ন সময়ে প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে।লিলুয়া থেকে রামপুরহাট যাওয়ার বেশ কয়েকজন ট্রেন যাত্রী বলেন আমরা আগে থেকে জানতাম না যে ট্রেন বন্ধ আছে আগে থেকে জানলে এই সমস্যায় পড়তে হতো না।