পুকুরে মহিলাদের স্নানের ছবি তুলতে গিয়ে বেধড়ক মার খেলো যুবক

women bath



আসানসোল, রামকৃষ্ণ চ্যাটার্জী:

পুকুরে মহিলাদের স্নানের ছবি তুলতে গিয়ে গ্রাম বাসীদের হাতে বেধড়ক মার খেলো এক যুবক। ঘটনাটি ঘটে সালানপুর থানার অন্তর্গত এথোড়া গ্রাম এলাকায়।

এলাকাবাসীদের কাছ থেকে জানা যায় পুকুরে মহিলারা স্নান করার সময় অজান্তে তিনজন যুবক প্রায় সময় তারা মোবাইলে ছবি তুলতো, কিন্তু আজ তারা হাতেনাতে ধরা পড়ে যায়।

এলাকাবাসী তাদের ধরতে গেলে দুজন বাইক নিয়ে পালিয়ে গেলেও একজন গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায়। তাকে বৈদ্যুতিক পোলে বেঁধে চলে বেধড়ক মার।

জানা যায় ওই যুবকরা ওই এলাকার একটি বেসরকারি কারখানায় কাজ করে। তারা তিনজনেই পাটনার বাসিন্দা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ। পুলিশ ঐ যুবককে উদ্ধার করে এবং আটক করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চলের ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ওই বেসরকারি কারখানার বন্ধের দাবি জানিয়েছেন।