নিজের গলায় ছুরি মেরে গুরুতর আহত হলেন এক বৃদ্ধ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

Jalpaiguri news


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

নিজের গলায় ছুরি মেরে গুরুতর আহত হলেন এক বৃদ্ধ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে। বৃহস্পতিবার সকালে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধুপগুড়ি ব্লকের দেওমালি বাজার সংলগ্ন মল্লিকসভা এলাকায়।



স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধ মানসিকভাবে সুস্থ নন বলেই দাবি, বৃদ্ধর নাম আজিজার রহমান (৬৫)। তার স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই ঝগড়ায় জড়িত হয়ে পড়েন। তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর হঠাৎ তিনি নিজের গলায় ছুরি মারেন। ঘটনায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্ত্রী, চিৎকার চেঁচামেচিতে তড়িঘড়ি ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। 


রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। চিকিৎসক তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ।