Breaking News: সুপ্রিম স্বস্তি রাহুলের, ফিরছেন সংসদে, লড়তে পারবেন নির্বাচনেও

Rahul Gandhi
Rahul Gandhi 



সুপ্রিম স্বস্তি রাহুলের, ফিরছেন সংসদে, লড়তে পারবেন নির্বাচনেও। মোদী পদবী মামলায় বড় স্বস্তি পেলেন রাহুল গান্ধী। 'মোদী পদবী' মামলায় সুরাত আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট। নিম্ন আদালত সর্বোচ্চ শাস্তি দিলেও, তার কারণ ব্যাখ্যা করা হয়নি বলেও মন্তব্য করে সুপ্রিমকোর্ট।



মোদী পদবী মামলায় রাহুলের বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাত আদালত। সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট। তবে আদালতের পর্যবেক্ষণ, একজন জনপ্রতিনিধি হয়ে এরকম মন্তব্য ঠিক হয়নি।



২০১৯ সালে কর্ণাটকের কোলারে এক সমাবেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করতে গিয়ে রাহুল বলেছিলেন, 'কেন সব চোরের পদবি মোদি হয় ?' এই মন্তব্যের জেরে মামলা হয় আদালতে। সেই মামলায় নিম্ন আদালত ২ বছরের জেলের নির্দেশ দেয়। খারিজ হয় সংসদ পদও। সুরাত আদালত নিম্ন আদালতের রায়কেই বহাল রাখে। এবার সুপ্রিমকোর্টে বড় স্বস্তি পেল রাহুল। 


গত বুধবার রাহুল শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন, 'তাঁকে ২ বছরের কারাদণ্ডের যে নির্দেশ দেওয়া হয়েছে, তার উপর যেন স্থগিতাদেশ দেওয়া হয়। যাতে তিনি লোকসভার অধিবেশনে যোগ দিতে পারেন।' তাঁর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শীর্ষ আদালতের নির্দেশে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা।



শীর্ষ আদালতের মন্তব্য, 'এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে আবেদনকারীর ভাষণে কোনও ইতিবাচক দিক ছিল না। বক্তব্য রাখার ক্ষেত্রে আবেদনকারীর আরও সতর্ক থাকা উচিত। তবে, বরখাস্ত করলে শুধু ব্যক্তির অধিকারকেই প্রভাবিত করা হয় না, ভোটারদেরও তা প্রভাবিত করে।'