Rakhi Bandhan Utsab: কচিকাঁচাদের নিয়ে রাখি বন্ধন উৎসব উদযাপন সারদা নিকেতনের শিক্ষিকাদের 

Sarada niketan



আজ রাখি বন্ধন উৎসব। ঘরে ঘরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। বোনেরা ভাইয়ের হাতে রাখি পড়িয়ে এই উৎসব পালন করছে। তবে এই উৎসবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ না করলেই নয়। ১৯০৫ বঙ্গভঙ্গ রোধে রাখি বন্ধন উৎসব শুরু করেন। 



এদিকে আজ রাখি বন্ধন উৎসব পালিত হল কোচবিহার জেলার ঘোকসাডাঙা এলাকার প্রেমের ডাঙার সারদা নিকেতনে। এদিন বিদ্যালয়ের প্রার্থনার সময় ছাত্রছাত্রীদের রাখি পড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রার্থনার পর শিশুরা একে অপরকে রাখি পড়িয়ে দেয়। এরপর, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পুন্য হউক পুন্য হউক পুন্য হউক হে ভগবান গানের পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষিকারা। 



এদিন অভিভাবক ও অভিভাবকদের রাখি পড়িয়ে দেন শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাখি বন্ধন উৎসব সম্পর্কে বক্তৃতা রাখেন। ছোট্ট এই অনুষ্ঠানে কচিকাঁচাদের আনন্দ উৎসব সার্থক করেছে বলেই জানান প্রধান শিক্ষিকা।