যজ্ঞের অছিলায় ধর্ষন করে মা ও মেয়েকে খুন সাধুর, মৃত্যুদণ্ড শোনালো আদালত 

Rampurhat rape case



বীরভূমের মল্লারপুর থানার ফতেপুর গ্রামে মা মেয়েকে নৃশংস খুনের ঘটনায় এক সাধুবাবাকে ফাঁসির সাজা ঘোষণা করলো রামপুরহাট মহকুমা আদালত । মেয়ের হাতের পোড়া দাগ সারিয়ে দেওয়ার জন্য গোপাল আশ্রমের হরিচরন দাস ওরফে সুনীল দাস ওরফে হরিবাবা এক লক্ষ টাকা নেয় । কিন্তু কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে তখন বাড়িতে যজ্ঞ করার নিধান দেন। যজ্ঞএর দিন বাড়িতে গিয়ে ১৭ মে ২০২০ সালে হরিবাবা মাকে প্রথমে ধর্ষন করে খুন করে। 



পুলিস সূত্রে খবর, বাড়িতে যজ্ঞ করার নির্দেশ দেয় ওই সাধু। ১৫ মে রাতে যজ্ঞ চালাকালীন কাজু বাদামের সঙ্গে ঘুমে ওষুধ খাইয়ে স্বামী-স্ত্রী ও মেয়েকে বেহুঁশ করে দেয়। এরপর ৩ জনকে রেখে দেয় আলাদা আলাদা ঘরে। মায়ের ওপর পাশবিক নির্যাতন চালান হরিবাবা। ততক্ষনে অচৈতন্য কেটে যায় মেয়ের। 




মায়ের উপর সেই পাশবিক নির্যাতনের সাক্ষী থাকে মেয়ে। মেয়ে দেখে নেওয়ায় মেয়েকে খুন করে হরিবাবা। উনিশে জুলাই তারাপীঠ থেকে হরিবাবাকে গ্রেপ্তার করে পুলিশ । জোড়া খুন প্রমাণ লোপাট অভিযোগে হরিবাবার মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক বলে জানান রামপুরহাট মহকুমা আদালতের সরকারি আইনজীবী উৎপল মুখ্যাজী ।