Sachin Tendulkar: নির্বাচন কমিশনের জাতীয় আইকন হচ্ছেন ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকার

Sachin Tendulkar



শচীন টেন্ডুলকার। ভারতীয়দের এক আবেগ। ক্রিকেট দুনিয়ায় যিনি ভগবান। এবার সেই শচীন টেন্ডুলকার নির্বাচন কমিশনের জাতীয় আইকন হচ্ছেন। আগামী ২৩শে আগস্ট সকাল পৌনে এগারোটায় নয়াদিল্লির রং ভবন অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশনের জাতীয় আইকন হিসেবে শচীন টেন্ডুলকারের নাম ঘোষণা করা হবে।



সচিনের সঙ্গে নির্বাচন কমিশনের মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিন বছরের এই চুক্তিতে সচিন ভোটারদের আরও বেশি করে ভোটদান সংক্রান্ত বিষয়ে সচেতন করবেন। নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, 'সচিনের সঙ্গে এই পথ চলা আসন্ন নির্বাচনে, বিশেষ করে চব্বিশের লোকসভা নির্বাচনে, তরুণ ভোটারদের মধ্যে এক গুরুত্বপূর্ণ ছাপ ফেলবে। কারণ সেই প্রজন্মের কাছে সচিনের অতুলনীয় প্রভাব।'



আরও প্রচুর মানুষ ভোট দিতে এগিয়ে আসুন। এমনটাই চাইছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। আর তাই শচীনকে বেছে নিয়েছে কমিশন। এর আগে গতবছর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi) জাতীয় আইকন করা হয়েছিল। ২০১৯ লোকসভা নির্বাচনে বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni) এই দায়িত্ব পালন করেছেন। আমির খান ও মেরি কমকেও জাতীয় আইকন হিসেবে দেখা গিয়েছিল।



১৯৮৯ সালের ১৫ নভেম্বর থেকে ২০১৩ সালের ১৪ নভেম্বর পর্যন্ত ভারতীয় ক্রিকেটের সাথে সাথে দুনিয়ায় ক্রিকেটীয় শাসন চালিয়েছেন শচীন টেন্ডুলকার। শোয়েব আখতার, ব্রেট লি, শেন ওয়ার্ন ও মুথাইয়া মুরলীথরনের মতো কিংবদন্তি বোলারদের ঘুম উড়িয়েছেন অবলীলায়। একমাত্র ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার। ২৪ বছরের বর্ণময় কেরিয়ারে সর্বোচ্চ ম্যাচ ৬৬৪ টি ম্যাচ খেলেছেন সচিন। ২০০ টেস্ট খেলেছেন। খেলেছেন টি২০-ও। দেশের হয়ে একটি টি২০ খেলেছেন শচীন। হাফ-সেঞ্চুরির সংখ্যা ২৬৪। মাস্টার ব্লাস্টার নামেও পরিচিত শচীন।