Breaking News: পুজো কমিটির গুলির অনুদান বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আসছে দুর্গাপুজো আর তার আগে আজ পুজো কমিটির গুলির সঙ্গে বৈঠক সাড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপূজা কমিটি গুলিকে অনুদান দেয় রাজ্য। গত বছর দশ হাজার টাকা বাড়িয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী। আর তাই এ বছরের বৈঠকের দিকে নজর ছিল সকলের। এবছর অনুদান বাড়বে কিনা তা নিয়ে চলছিল জল্পনা। এবছরেও অনুদান বাড়িয়ে সেই জল্পনাকে সত্যি করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)
প্রসঙ্গত ৫০০০০ টাকা অনুদান দিতে রাজ্য। গত বছর ১০০০০ টাকা বাড়িয়ে ৬০০০০ টাকা করে অনুদান দেয় রাজ্য। এবার গত বছরের থেকে আরও ১০০০০ টাকা বাড়িয়ে ৭০০০০ টাকা অনুদানের ঘোষনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুদান বৃদ্ধি পাওয়ায় খুশির আমেজ কমিটি গুলোর মধ্যে। অনুদানের পাশাপাশি বিদ্যুতের বিল এক চতুর্থাংশ মকুব ও দমকলের ব্যবস্থাপনাও বিনামূল্যে করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
এদিনের বৈঠকে মজার সুরে মুখ্যমন্ত্রী বলেন, করোনা তো চলে গিয়েছে এখন অনুদান অর্ধেক করে দেই! মজার ছল বুঝে নেতাজি ইন্ডোর (Netaji Indoor Statdium) স্টেডিয়ামে তৈরি হয় প্রত্যাশার আবহ। যার পরই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, '৬০ হাজার থেকে বাড়িয়ে চলতি বছরে ৭০ হাজার টাকা করে দেওয়া হবে পুজো কমিটিগুলোকে।'
এদিনের বৈঠকে রাজ্যের খারাপ অবস্থার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'সরকারের হাতে একদম টাকা নেই' জানানোর পরও ক্লাব কমিটিগুলোকে ভালভাবে পুজো করার জন্য উৎসাহ জানিয়ে আনুদান বাড়ানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊