Malay Ghatak : বিধানসভায় আচমকা অসুস্থ আইনমন্ত্রী মলয় ঘটক
আচমকাই বিধানসভায় অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন, হঠাৎই নেমে গেছে রক্তচাপ। অসুস্থ হতেই বিধানসভা থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় বেলভিউ হাসপাতালে (Belle Vue Hospital)। সেখানেই ভর্তি করা হয়েছে তাঁকে।
প্রথমে অসুস্থ মন্ত্রীকে জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে দেখার পর ভর্তির কথা জানায় ডাক্তার। এরপর মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক রাহুল জৈনের তত্ত্বাবধানে ভর্তি করা হয় হাসপাতালে। কেন রক্তচাপ কমে গিয়েছে, কী কারণে গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি, সেসবই খতিয়ে দেখা হচ্ছে বলেই সূত্রের খবর।
মলয় ঘটক, একাধারে আইন ও শ্রম মন্ত্রী, অন্যদিকে, খনি এলাকা আসানসোলের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল বিধায়ক। প্রসঙ্গত, কয়লাকাণ্ডে মলয় ঘটককে ১০ বার নোটিস পাঠায় ইডি। দেশের শীর্ষ আদালতের নির্দেশে তিনবার নোটিস পাঠায় ইডি। কিন্তু একবারই হাজিরা দিয়েছেন মলয় ঘটক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊