Breaking News: ব্যর্থ চন্দ্র সফর, চন্দ্র কক্ষপথেই ভেঙে পড়লো চন্দ্রযান লুনার

Russian moon Mission


ভারতকে টপকে গতিতে চাঁদ ছোঁয়ার স্বপ্ন পূরণ হল না রাশিয়ার। শনিবার প্রি-ল্যান্ডিং কক্ষপথে যাওয়ার কথা ছিল লুনার। কিন্তু সেই যাত্রায় পড়েছে ছেদ, এমনটাই জানিয়েছে রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা। জানা গেছে রাশিয়ান মহাকাশযান লুনা-২৫ এ আচমকাই অস্বাভাবিকতা দেখা যায়। ফলে প্রি-ল্যান্ডিং কক্ষপথে প্রবেশের আগেই চাঁদের মাটিতে ভেঙে পড়ে চন্দ্রযান লুনার ২৫।



১১ অগাস্ট চাঁদের কক্ষপথে লুনা-২৫ পাঠিয়েছে রাশিয়া। ২১ অগাস্ট থেকে ২৩ অগাস্টের মধ্যে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা ছিল লুনারের। কয়েকদিন আগেই চাঁদের অদেখা পৃষ্ঠের ছবি শেয়ার করেছিল লুনা-২৫। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমোস রবিবার বিবৃতি জারি করে দুর্ঘটনার কথা জানিয়েছে। 


রসকসমোস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ২ট বেজে ৫৭ মিনিটে Luna-25 মহাকাশযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক ভাবে যা বোঝা যাচ্ছে, ওই মহাকাশযানের আর অস্তিত্ব নেই। অবতরণের আগে কক্ষপথ থেকে নামানোর সময়েই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি মহাকাশযানটির। যোগাযোগও করা যায়নি নতুন করে।



রাশিয়া জানিয়েছে, Luna-25 ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সবকিছু খতিয়ে দেখে, তারাই বিশদ তথ্য জানাবে। দীর্ঘ ৫০ বছর পর চন্দ্র অভিযান শুরু করেছে রাশিয়া। সেই অভিযান এভাবে ব্যর্থ হওয়ায় রাশিয়া কিছুটা চিন্তিত বলেই মনে করা হচ্ছে।