Rajanya Halder: তৃণমূলের নয়া দায়িত্ব পেলেন রাজন্যা হালদার

Rajanya Halder
Rajanya Halder


যাদবপুরকাণ্ডে (Jadavpur University) রাজ্য জুড়ে যখন তোলপাড় তখন বিশ্ববিদ্যালয়ের নতুন ইউনিট ঘোষণা করল তৃণমূল (TMC) ছাত্র পরিষদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনায় TMCP-র সহ-সভাপতি রাজন্যা হালদারকে। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের পর্যবেক্ষক সঞ্জীব প্রামাণিককে করা হল চেয়ারপার্সন।



একুশে জুলাইয়ের মঞ্চে ভাষন দেওয়ার পর থেকেই পরিচিতি বেড়েই চলছে রাজন্যা হালদারের। রাজন্যা হালদারের বক্তব্যর ঝাঁঝ মন কেড়েছিল তৃণমূলের নেতা-কর্মীদের। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজেই একুশে জুলাইয়ের মঞ্চে তাঁকে ভাষন দিতে বলেছেন। যাদবপুরের বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজন্যা। এবার যাদবপুরের বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদের সভাপতি করা হল তাঁকে।



২০১৭ সালে সক্রিয়ভাবে রাজনীতিতে আসেন রাজন্যা। প্রেসিডেন্সি থেকে স্নাতক হওয়ার পর বর্তমানে পিএইচডি করছেন তিনি। তিনি দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল ছাত্র যুব সংগঠনের সহ-সভাপতিও।