Dinhata Press Club: গঠিত হল দিনহাটা মহকুমা প্রেস ক্লাবের কমিটি

Dinhata Press Club


গঠিত হল দিনহাটা মহকুমা প্রেস ক্লাবের কমিটি। আজ শনিবার কোচবিহার জেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম সাহা ও সম্পাদক গৌরহরি দাসের উপস্থিতিতে কমিটি গঠিত হয়। এদিন মূল কমিটির ৭টি পদের মধ্যে ৫টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও দুইটি পদে নির্বাচন হয়। সভাপতি ও একজন এক্সিকিউটিভ মেম্বার পদে হয় নির্বাচন। 



সভাপতি পদে ছিলেন তিন প্রার্থী এবং ইসি মেম্বার পদেও ছিলেন তিন প্রার্থী। সুষ্ঠু ও সুন্দরভাবে হয় নির্বাচন প্রক্রিয়া। নির্বাচনে জয়ী হয়ে দিনহাটা প্রেস ক্লাবের সভাপতি হলেন যশোর আহমেদ ইউসুফ হক। ইসি মেম্বার নির্বাচনে জয়ী হয়েছেন তনুময় দেবনাথ‌। এছাড়া অন্যান্য পদ গুলিতে বিনা নির্বাচনে সহ সভাপতি হন দীপঙ্কর দত্ত, সম্পাদক হলেন হরিপদ রায়, সহ সম্পাদক প্রশান্ত সাহা ও কোষাধ্যক্ষ প্রসেনজিত সাহা এবং ইসি মেম্বার শুভদীপ চক্রবর্তী। মোট ২৭ জন সদস্য বিশিষ্ট প্রেস ক্লাব সেখান থেকে ৭ জনকে নিয়ে গঠিত হল কমিটি। এদিনের এই নির্বাচন নিয়ে বেশ উন্মাদনা ছিল সাংবাদিকদের মধ্যে ‌। কমিটি গঠন নিয়ে বেশ আয়োজনও করেছিল সাংবাদিকরা। মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করা হয়। 



সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে অভিভাবক পেল দিনহাটার সাংবাদিকরা। আগামী দুই বছরের জন্য এই কমিটি বহাল থাকবে বলে জানিয়েছেন কোচবিহার জেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম সাহা। পাশাপাশি তিনি জানিয়েছেন কমিটির প্রত্যেককে কোচবিহার জেলা প্রেস ক্লাবের তরফে একটি সংশাপত্র দেওয়া হবে। আগামীদিনে যেকোনো রকম প্রয়োজনে দিনহাটা মহকুমা প্রেস ক্লাবের সাথে থাকবেন বলেও জানিয়েছেন তিনি।