বর্ধমান তথ্য ও সংস্কৃতি দপ্তর ও বোরহাট রবীন্দ্র পরিষদের যৌথ উদ্যোগে পালিত হল কবি প্রণাম
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
গোটা দেশর সাথে সাথে পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস (Rabindra Nath Tagore)। বর্ধমান তথ্য ও সংস্কৃতি দপ্তর ও বোরহাট রবীন্দ্র পরিষদের যৌথ উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান টি অনুষ্ঠিত হলো বোরহাট রবীন্দ্র ভবনে। বিশ্বকবির গলায় মালা পরিয়ে ৮২তম প্রয়ান দিবসের উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস, এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুপ্রিয় অধিকারী,জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ভারপ্রাপ্ত আধিকারিক রামশঙ্কর মন্ডল সহ অন্যান্যরা।এদিনের অনুষ্ঠানে কবিকে শ্রদ্ধা জানাতে কবির রচিত গান পরিবেশন করেন উপস্থিত সংগীত শিল্পীরা।এছাড়াও রবীন্দ্র সংগীতের উপর নৃত্য পরিবেশন করেন খুদে নৃত্য শিল্পীরা।
অনুষ্ঠানে বিধায়ক খোকন দাস (MLA Khokan Das) বলেন ২২শে শ্রাবণ বিশ্বকবির মৃত্যু দিবসটা সেরকম ভাবে পালন না করা হলেও আমরা সকলে ২৫ শে বৈশাখ রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মদিনটা পালন করে থাকি।তবে এবছর বিশ্বকবির প্রয়ান দিবসও পালন করা হচ্ছে।
জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মন্ডল বলেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বোরহাট রবীন্দ্র পরিষদের যৌথ উদ্যোগে রবীন্দ্র ভবনে কবি প্রণাম অনুষ্ঠান টি অনুষ্ঠিত হচ্ছে।এই অনুষ্ঠানে রবীন্দ্র সংগীতের পাশাপাশি রবীন্দ্র নৃত্যও পরিবেশন করবেন নৃত্য শিল্পীরা।নাচ গানের পাশাপাশি ২২ শে শ্রাবণ উপলক্ষে বেশকিছু বৃক্ষ রোপন ও করাহয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊