Modi Govt: কেন্দ্র সরকার ১৬০০ কোটি টাকা দিতে চলেছে রাজ্য সরকারকে !
একদিকে যখন রাজ্য জুড়ে তৃণমূল সরকার বিভিন্ন ব্লকে ব্লকে ১০০ দিনের কাজের টাকা সহ একাধিক দাবীতে আন্দোলন করছে সেই মূহূর্তে বড় খবর । কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে আগামী ১০ দিনের মধ্যে ১৬০০ কোটি টাকা পেতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে দেওয়া হবে এই টাকা। এমনটাই সূত্রের খবর।
প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojona), ১০০ দিনের কাজের প্রকল্প-সহ একাধিক প্রকল্পে বকেয়া টাকা এখনও দেয়নি কেন্দ্র। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে (Mamata Banerjee) একাধিকবার দিল্লিতে দরবার করেছেন। সূত্রের খবর, মঙ্গলবার দিল্লি থেকে চিঠি পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে, দিন দশেকের মধ্যেই এই ১৬০০ কোটি টাকা পাঠানো হবে রাজ্যকে।
জানাগেছে, কত দ্রুত কাজ শেষ হচ্ছে, তার উপর নির্ভর করবে পরবর্তী বরাদ্দ। উল্লেখ করা হয়েছে, নভেম্বরের মধ্যে প্রাপ্য টাকার ৭৫ শতাংশ খরচ করা হলে বাকি আরও টাকা পাঠানো হবে।
মূলত রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অধীনে রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জল এবং নিকাশীর কাজে এই টাকা ব্যবহার হবে বলে জানা গিয়েছে।
আপাতত শোনা গিয়েছে, গ্রামের উন্নয়ন, রাস্তাঘাট, নিকাশী-ব্যবস্থার জন্য এই টাকা পেতে চলেছে রাজ্য। কত দ্রুত কাজ শেষ হচ্ছে, তার উপর নির্ভর করবে পরবর্তী বরাদ্দ। উল্লেখ করা হয়েছে, নভেম্বরের মধ্যে প্রাপ্য টাকার ৭৫ শতাংশ খরচ করা হলে বাকি আরও টাকা পাঠানো হবে।
তবে কেন্দ্র থেকে ১৬০০ কোটি টাকা আসার বিষয়টি এখনও জানা নেই বলেই জানিয়েছেন, রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumdar) ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊