অভিষেকেই ইনিংসের সর্বোচ্চ রান তিলকের, প্রথম টি২০-তে হার ভারতের

Ind vs WI
India vs West Indies 


টেস্ট ও ওয়ানডে সিরিজ আগেই জিতলেও টি২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়ে সিরিজে পিছিয়ে গেল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এদিন প্রথম টি২০ ম্যাচে হারলো হার্দিকের টিম ইন্ডিয়া। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারের শেষে ক্যারিবিয়ানরা করে ৬ উইকেটে ১৪৯ রান। কিন্তু নির্ধারিত সময়ে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানে ইনিংস শেষ করে ভারত।



রোভম্যান পাওয়েল (৩২ বলে ৪৮), নিকোলাস পুরান ৪১ ও ওপেনার ব্র্যান্ডন কিং ১৯ বলে ২৮ রানের ওপর ভর করেই ওয়এস্ট ইন্ডিজ ২০ ওভারে ১৪৯ রান তোলে। অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চহাল ২টি করে উইকেট নেন। এদিন বাংলার মুকেশ কুমারের অভিষেক ঘটে টি২০ ক্রিকেটে। তবে মুকেশ কোনো উইকেট সংগ্রহ করতে পারেননি।



ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই অর্ধ শতরান করে নজির গড়েছিলেন ঈশান কিষান। কিন্তু টি২০-তে ব্যর্থ। মাত্র ৬ রান করেন ঈশান। শুভমান গিলকে ৩ রান করেন। এদিন তিলক ভার্মারও দেশের হয়ে আত্মপ্রকাশ ঘটে। ২২ বলে ৩৯ রান করে ফেরেন তিলক। সঞ্জু স্যামসন (১২)। সূর্যকুমার করেন ২১। আর কেউই তেমন খেলতে পারেননি। নির্ধারিত ওভারে ১৪৫ রানে আটকে যায় ভারত। ৪ রানে প্রথম ম্যাচে হার ভারতের।