Gold Shop: সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় নড়েচড়ে বসলো দুর্গাপুর পুলিশ কমিশনারেট

gold shop, police




গতকাল পৃথক দুই জেলায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট নড়ে চড়ে বসল।

এদিন আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসানসোলের একাধিক সোনার দোকান পরিদর্শন করলেন ।আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক কুন্ডুর নেতৃত্বে পুলিশ ও কমব্যাট ফোর্স বিভিন্ন সোনার দোকানের নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখলেন। তার সাথে খতিয়ে দেখেন সোনার দোকান গুলিতে সিসিটিভি ক্যামেরার কি রকম ব্যবস্থা রয়েছে।

gold shop security


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও সোনার দোকান গুলোর উপর নজরদারি চালানো হবে। জুয়েলারি শপ ও রাস্তার উপর থাকা পেট্রল পাম্প এবং ব্যাংক প্রভীতি নিরাপত্তা কি রকম রয়েছে তা ক্ষতিয়ে দেখেন পুলিশের বক্তব্য আসানসলের বুকে যেন ক্রাইম না ঘটে শান্তিপূর্ণ আসানসোল যেন শান্তি থাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারের নির্দেশে এন্টি ক্রাইম পেট্রলিং চালু করা হলো।