Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বপ্নিল ঢঙে প্রেম নিবেদন, আলিঙ্গন, বাগদানের ঘোষনা আরমান মালিকের

স্বপ্নিল ঢঙে প্রেম নিবেদন, আলিঙ্গন, বাগদানের ঘোষনা আরমান মালিকের 

Armaan Malik


প্রেমিকা আশনা শ্রফের (Aashna Shroff) সঙ্গে বাগদানের কথা ঘোষনা করলেন জনপ্রিয় গায়ক (Singer) ও সঙ্গীত পরিচালক (Music Composer) আরমান মালিক (Armaan Malik Engagement)। হাঁটু মুড়ে বসে স্বপ্নিল ঢঙে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন পরে জড়িয়ে ধরেন একে অপরকে। আলিঙ্গনে আবদ্ধ হলেন প্রেমিক-প্রেমিকা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়া X -এ শেয়ার করেছেন আরমান মালিক।



বেইজ রঙের প্যান্টস্যুট (Beige Pantsuit) পরে আরমান মালিক, অন্যদিকে ফ্যাশন ইনফ্লুয়েন্সার (Fashion Influencer) আশনার পরনে সাদা ফ্লোরাল প্রিন্টের ড্রেস। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও সফল গায়ক আরমান মালিক। ছবি পোস্ট করে গায়ক লেখেন, 'এবং আমাদের চিরদিন সবে শুরু হল।'



আরমান মালিকের ছবিতে কমেন্টের বন্যা বয়ে গেছে সেলিব্রিটিদের। বরুণ ধবন, টাইগার শ্রফ, ঈশান খট্টর, দিব্যাঙ্কা ত্রিপাঠী, হর্ষদীপ কৌর, সোফি চৌধুরী পাশাপাশি এষা গুপ্তা, জরিন খানের মতো তারকারা শুভেচ্ছা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code