Nusrat Jahan: আর্থিক দুর্নীতির অভিযোগ নুসরতের বিরুদ্ধে, পাল্টা জবাব দিলেন নুসরত

Nusrat Jahan



আর্থিক দুর্নীতির অভিযোগ সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে। কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে। বিজেপির উদ্যোগে নুসরতের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ইডিতেও। আজ সাংবাদিক বৈঠক করে পাল্টা জবাব দিলেন নুসরত জাহান।




এদিন, সাংবাদিক সম্মেলনের শুরুতেই তিনি বলেন, 'ব্যাখ্যা তারাই দেয় যাঁরা অপরাধ করে বা যাঁরা ভয় পান। আমি কোনও অপরাধ করিনি। যে বিষয় বিচারাধীন রয়েছে, সেটা নিয়ে মন্তব্য করা কোনও সভ্য নাগরিকের কাজ নয়। আমি আশা করব, সেটা আপনারা করবেন না। অনেকেই না জেনে অনেক মন্তব্য করেছেন।'



এদিন নুসরত জাহান বলেন, যে কোম্পানি দিয়ে আমার নামে অভিযোগ উঠেছে তা আমি ২০১৭-এ ছেড়ে দিয়েছি। আর আমার বাড়ি কেনা হয়েছে এই কোম্পানিতে লোন নিয়ে। ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা। ২০১৭ সালের মে মাসে সুদসমেত এই কোম্পানিকে আমি ১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৯৯৫ টাকা এই কোম্পানিকে আমি ফেরত দিই। তাঁর নথি-প্রমাণ আমার কাছে আছে।




এদিন তিনি আরো বলেন, আমি এমন কিছু করিনি, আর ভবিষ্যতেও করবো না। ৩০০ শতাংশ দায়িত্ব নিয়ে বলছি, দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। যদি আমার কোনও ভুল-ত্রুটি আপনারা প্রমাণ করতে পারেন, তাহলে যা বলবেন তাই করব। এই বিষয়টা কোর্টের বিচারাধীন। আমি জড়িত না। পাশাপাশি তিনি এও বলেন, এই বিষয়টি রাজনীতির সঙ্গে জড়িত না। তাই রাজনীতি টেনে আনবেন না।



একের পর এক প্রশ্ন ধেয়ে আসে নুসরতের দিকে। কিন্তু নুসরতের উত্তর এই কোম্পানিতে লোন নিয়েছি সোদ করেছি। এখানে আমার কোনো শেয়ার হোল্ডার নেই।