৬ই আগস্ট ব্লকে ব্লকে ধর্নার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee


কেন্দ্রীয় সন্ত্রাস-অত্যাচারের প্রতিবাদে ৬ অগাস্ট আন্দোলনের ডাক মমতার। বেলা ১২-বিকেল ৪টা পর্যন্ত ব্লকে ব্লকে ধর্নার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। 



আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে এদিনের এই সাংবাদিক বৈঠক থেকে তিনি কেন্দ্রকে তোপ দাগেন। বকেয়ার অভিযোগে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বঞ্চনার প্রতিবাদে আগামী ৬ই আগস্ট ব্লকে ব্লকে ধর্নার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 



এদিন মমতা বলেন, '২৩-২৪-র বাজেটে সব রাজ্যকে হিসেব দিয়েছে সংসদের প্রশ্নে, আর বাংলাকে দিয়েছে শূন্য। একশো দিনের কাজে এক পয়সা দেয়নি। যদি উত্তরপ্রদেশ পায়, রাজস্থান পায়, মধ্যপ্রদেশ পায়, হরিয়ানা পায়, তাহলে বাংলা কেন পাবে না? বাংলা কি ছাগলের তৃতীয় ছানা? মানুষের ঘর, বাংলার বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা। ওরা একা টাকা দেয় না, ৬০-৪০ লতাংশ আছে। ৪০ শতাংশ আমাদেরও দিতে হয়। আর ৬০ শতাংশ যেটা দেয়, সেটা আমাদের এখান থেকে জিএসটি তুলে নিয়ে যায়, তার থেকে ভাগ দেয়। পরিবর্তে আমরা যে টাকাটা পাই, সেটা কিন্তু আমাদের দিচ্ছে না'।