Nisith Pramanik: বৃষ্টিকে উপেক্ষা করে উপনির্বাচনের প্রচারে মন্ত্রী নিশিথ প্রামাণিক


Nishit Pramanik



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

প্রবল বৃষ্টির মধ্যে ধুপগুড়ি বিধানসভা উপ নির্বাচনে প্রচার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন বিকেল থেকেই বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে তরুণ তুর্কি নিশিথ প্রামাণিককে দেখার জন্য ভিড় ছিল চোখে পড়ার মত।



ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী তাপসী রায়ের হয়ে প্রচারে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক ছাড়াও উপস্থিত ছিলেন রাজু বিস্টা , জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী, বিজেপি নেতা কমলেশ সিংহ রায়, সহ একাধিক বিজেপি নেতৃত্ব। 


সাংসদ প্রামাণিককে ছাতা হাতে ভোট প্রচার করতে দেখা যায় প্রচারে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উপর শোষণ করে চলেছে। রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থার কোনরকম উন্নতি করতে পারেনি তৃণমূল সরকার। কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামানিক আরো বলেন , ধুপগুড়ি থেকে বিপুলসংখ্যক ভোটে ভারতীয় জনতা পার্টি জয় হবে বলে তিনি জানান।