Narendra Modi Rozgar Mela : ৫১ হাজারেরও বেশি যুবাকে চাকরি নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
রোজগার মেলার (Rozgar Mela) ৮ নম্বর পর্যায়ে আজ ৫১ হাজারের বেশি রুবাকে চাকরির নিয়োগপত্র প্রদান করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার, আধা সামরিক বাহিনীতে ( para military forces) নতুন নিয়োগপ্রাপ্তদের হাতে ভার্চুয়ালে নিয়োগপত্র ( appointment letters)তুলে দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের নিয়োগ পদ্ধতিতে দ্রুততা আনতে এই সরকার নতুন অনেক পদক্ষেপ করেছে। তিনি আরও বলেন, যুবকদের জন্য নতুন পথ খোলার জন্য আধাসামরিক বাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে। নিয়োগের সময় কমাতে আধাসামরিক বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া সহজ করা হয়েছে।
এদিন তরুণদের জন্য কাজের সুযোগ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, অটোমোবাইল, ফার্মা সেক্টরে খুব দ্রুত উন্নতি হচ্ছে এবং আগামী দিনে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এই সব ক্ষেত্রে। মোদীর দাবি, বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির একটি (world's top three economies in this decade) হয়ে উঠবে ভারত এই দশকেই।
এদিন প্রধানমন্ত্রী চাকরির পাওয়ার সময়ও শেখার ইচ্ছা অব্যাহত রাখার উৎসাহ দানের পাশাপাশি নতুন নিয়োগপ্রাপ্তদের দক্ষতা বাড়ানোর জন্য বিশেষ কোর্সের জন্য পোর্টালে নজর রাখতে বলেন এবং শারিরীক অবস্থার প্রতি মনোনিবেশ করতে বার্তা দেন।
ভারত সরকার এবং কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সারা দেশে রোজগার মেলার আয়োজন করে যুবাদের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন। এই মেলার মাধ্যমে, স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন আধাসামরিক বাহিনী যেমন সিআরপিএফ, বিএসএফ, রাষ্ট্র সীমা বল (এসএসবি), অসম রাইফেলস, সিআইএসএফ, আইটিবিপি এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) পাশাপাশি দিল্লি পুলিশের কর্মী নিয়োগ করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊