Narendra Modi: ভারত ছাড়ো আন্দোলন প্রসঙ্গ টেনে সরকারি অনুষ্ঠান থেকে বিরোধী জোটকে আক্রমণ মোদীর
বিজেপি তথা এনডিএ বিরোধী জোট গঠিত হতেই আক্রমণে সুর চড়িয়েছেন নরেন্দ্র মোদী। বিশেষ করে 'ইন্ডিয়া' নামকরণ নিয়ে আক্রমণের মাত্রা বাড়িয়েছেন মোদী। বিজেপি বিরোধী জোটকে আক্রমণ করতে গিয়ে এবার 'ভারত ছাড়ো আন্দোলন' প্রসঙ্গ টানলেন মোদী। তাঁর দাবি, স্বাধীনতা সংগ্রাম চলাকালীন মহাত্মা গাঁধীর যেমন 'ভারত ছাড়ো' মন্ত্র বেঁধে দিয়েছিলেন, তেমনই বর্তমানে ভারতবাসী দুর্নীতিগ্রস্ত, পরিবারতন্ত্রকে দেখে 'Quit INDIA' বা 'ভারত ছাড়ো' বলছেন।
রবিবার দেশের ৫০৮টি রেল স্টেশন নতুন করে সাজানো প্রকল্পের বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী আর সেই সরকারি অনুষ্ঠান থেকে বিরোধী জোট ইন্ডিয়াকে আক্রমণ মোদীর। বিরোধী জোট 'INDIA'-কে মানুষের মন থেকে ঝেড়ে ফেলতে, 'ভারত ছাড়ো' আন্দোলনের প্রসঙ্গে টানেন।
বিরোধীদের আক্রমণ করে এদিন মোদি বলেন, "৯ অগাস্ট ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। মহত্মা গাঁধী মন্ত্র বেঁধে দিয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলনই স্বাধীনতা অর্জনের পথে ভারতকে আরও এগিয়ে দিয়েছিল। সেই থেকে অনুপ্রেরণা নিয়ে আজ গোটা দেশ সব অশুভ শক্তিকে বলছে ভারত ছাড়ো, দুর্নীতি ভারত ছাড়ো, পরিবারতন্ত্র ভারত ছাড়ো, তুষ্টিকরণ ভারত ছাড়ো। চারিদিকে এখন এই রবই শোনা যাচ্ছে।"
নরেন্দ্র মোদীর অভিযোগ, অভিযোগ, "বিরোধীদের একটাই নীতি, না তাঁরা নিজেরা কাজ করবেন, না কাউকে কাজ করতে দেবেন। আমরা এর ঊর্ধ্বে গিয়ে উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি। সদর্থক রাজনীতি করছি। অমৃত কালের সূচনা ঘটেছে ভারতে। গোটা বিশ্ব ভারতকে দেখছে। নতুন ইতিহাসের সূচনা ঘটছে ভারতে।"
সরকারি অনুষ্ঠানকে এভাবে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহারের জন্য মোদিকে বিঁধতে ছাড়েননি বিরোধীরাও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊