ট্রেনের দাবিতে আন্দোলনের পথে মুরারই

Demanding train


করোনার পর থেকে বর্ধমান - মালদা টাউন, রাজগীর - হাওড়া প্যাসেঞ্জার সহ ছয় জোড়া ট্রেন বন্ধ । রাজগ্রাম, মুরারই থেকে বীরভূম জেলার সদর শহর সিউড়ি যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই । তাই এবার পাকুড় থেকে অন্ডাল এবং মালদা টাউন থেকে আসানসোল পর্যন্ত (ভায়া - মুরারই,রামপুরহাট, সিউড়ি,চিনপাই,উখড়া) মেমু প্যাসেঞ্জার ট্রেন চালু করার দাবি উঠলো। 



আগামী রবিবার ছয়ই আগস্ট রেল অবরোধের ডাক দিয়েছে মুরারই নাগরিক মঞ্চ । অবরোধের বিষয়ে আগেই রেল দপ্তরকে জানানো হয়েছে বলে নাগরিক মঞ্চ সূত্রে জানা গিয়েছে । 



মুরারই নাগরিক মঞ্চের কো-অডিনেটার কাঞ্চন হক এবং ঝুনু শেখ বলেন, "করোনার পর থেকে ছয়জোড়া ট্রেন বন্ধ । বহুবার জানানো হলেও ভ্রুক্ষেপ করে নি রেল। রাজগ্রাম,মুরারই থেকে বীরভূম জেলার সদর শহর সিউড়ি আসার সরাসরি কোনো ট্রেন নেই । কোনো কাজে সদর শহর সিউড়ি যেতে হলে বাস পাল্টিয়ে বহু টাকা ও সময় ব্যয় করে যেতে হয় । তাই এবার পাকুড় থেকে অন্ডাল এবং মালদা টাউন থেকে আসানসোল (ভায়া - রামপুরহাট,সিউড়ি,চিনপাই, উখড়া) মেমু প্যাসেঞ্জার ট্রেন চালু করার দাবি জানাচ্ছি । যোগবানী,তেভাগা ও কুলিক এক্সপ্রেস ট্রেনের মুরারই স্টেশনে স্টপেজের দাবি জানাচ্ছি । 



এইসব দাবিকে সামনে রেখে আগামী রবিবার ছয়ই আগস্ট রেল অবরোধের সিদ্ধান্ত নিয়েছে মুরারই নাগরিক মঞ্চ । অবরোধের বিষয়ে একমাস আগে রেল দপ্তরকে জানানো হয়েছে । অবরোধের প্রস্তুতি হিসাবে আমরা গ্রামে গ্রামে মাইকিং প্রচার করছি । সেইদিন দাবি পূরণ না হলে আমরা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবো ।"



মুরারই সংলগ্ন ঝাড়খণ্ড এবং মুশিদাবাদ জেলার বহু বাসিন্দা মুরারই স্টেশনে ট্রেন ধরেন । রবিবার অবরোধে প্রায় আট থেকে দশ হাজার মানুষ সামিল হবে বলে আশা নাগরিক মঞ্চের ।