Seema Haider: অভিনয়ের পাশাপাশি এবার লোকসভা নির্বাচনে লড়বেন সীমা! অফার দিল কেন্দ্রীয় মন্ত্রীর দল
লটারি জিতেছেন পাকিস্তানি নারী সীমা হায়দার (Seema Haider)। একের পর এক অফার পাচ্ছেন সীমা (Seema Haider)। চলচ্চিত্রের পর এখন সব রাজনৈতিক দলের অফার পাচ্ছেন সীমা হায়দার (Seema Haider)। প্রকৃতপক্ষে, ভারতের রিপাবলিকান পার্টি, কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী রামদাস আটওয়ালে, সীমা হায়দারকে (Seema Haider) দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে, যা সীমা হায়দার গ্রহণ করেছেন বলে খবর।
নেপাল হয়ে পাকিস্তানের করাচি থেকে অবৈধভাবে চার সন্তানকে নিয়ে গ্রেটার নয়ডায় এসেছিলেন সীমা হায়দার (Seema Haider), এই সীমাকেই মোদি সরকারে থাকা রাম দাস আঠাওয়ালের দল রাজনীতিতে প্রবেশের প্রস্তাব দিয়েছে। এছাড়াও তিনি সীমা হায়দারকে (Seema Haider) উত্তরপ্রদেশ মহিলা শাখার সভাপতি ও জাতীয় মুখপাত্র করবেন এবং তার প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানিয়েছেন। এখন কেন্দ্রীয় মন্ত্রীর দল নিরাপত্তা সংস্থার তদন্তে সীমার ক্লিন চিট পাওয়ার অপেক্ষায়।
এদিকে শচীনের প্রেমে চার সন্তান নিয়ে অবৈধভাবে নেপাল হয়ে ভারতে আসা পাকিস্তানি নারী সীমা হায়দার (Seema Haider) চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই অভিনেত্রী হতে চলেছেন তিনি। এবার কেন্দ্রীয় মন্ত্রীর দল সীমাকে তার প্রতীকে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছে। এর আগে সীমা হায়দারের সঙ্গে দেখা করেন অ্যানি ফায়ারফক্স প্রোডাকশন হাউসের টিম। চলচ্চিত্র পরিচালক জয়ন্ত সিনহা এবং ভারত সিং সীমা হায়দারের (Seema Haider) অডিশন দেন। টেলর মার্ডার স্টোরিতে ভারতীয় পক্ষ থেকে একজন RAW এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন সীমা হায়দার।
প্রসঙ্গত সীমা হায়দার (Seema Haider), চার সন্তানের মা, 2023 সালে 30 বছর বয়সে PUBG খেলার সময় একজন ভারতীয় অনলাইনের প্রেমে পড়েছিলেন। তাদের প্রেম ক্রমশ গভীর হতে থাকে এবং সীমা তার স্বামী যে দুবাইতে কাজ করে এবং পাকিস্তানে তার বাড়ি ছেড়ে তার প্রেমিক শচীনের কাছে চলে আসে। দুবাই এবং নেপাল হয়ে, সীমা হায়দার (Seema Haider) গোপনে তার সন্তানদের সাথে ভারতীয় সীমান্ত অতিক্রম করে এবং দিল্লির কাছে গ্রেটার নয়ডায় যেখানে প্রেমিক শচীন থাকেন এখন সেখানেই রয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊